ওয়েব ডেস্ক: ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি (IMD) বঙ্গোপসাগরের জন্য একটি নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে। আগামী ২৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। সুমাত্রা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণিঝড় আগামী দিনে তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশের দক্ষিণ রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি অনুসারে, এই ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের অনেক অংশে আছড়ে পড়বে।
সমুদ্রে নতুন করে ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। তার ফলে আন্দামান সাগরের উপর বাড়ছে ঝোড়ো হাওয়ার বেগ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তার সরাসরি কোনও প্রভাব না পড়লেও তাপমাত্রা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা একইরকম থাকবে। খুব একটা হেরফের হবে না। তবে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২২ নভেম্বর লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২২ থেকে ২৫ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের কিছু এলাকায় বজ্রপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। ২৫ শে নভেম্বর কেরল এবং মাহে একই রকম পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে। গোটা সপ্তাহজুড়ে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ নভেম্বর অসম, মেঘালয় এবং উত্তর-পূর্ব রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পাকাপাকিভাবে রাজ্যে শীত কবে? অবশেষে দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর
তামিলনাড়ুর উত্তর ও ব-দ্বীপ অঞ্চল, চেন্নাই, চেঙ্গলপাট্টু এবং কাঞ্চিপুরম সহ, অক্টোবরে উত্তর-পূর্ব বর্ষা শুরু হওয়ার পর থেকে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। থাঞ্জাভুর, নাগাপট্টিনাম, তিরুভারুর এবং মায়িলাদুথুরাইয়ের মতো জেলাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে, বাংলায় এর কেমন প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এই ঘূর্ণিঝড় বাংলা থেকে অনেক দূরে অবস্থান করছে। ফলে বাংলায় এর প্রভাব পড়ার সম্ভাবনা অত্যন্ত কম। ঘূর্ণিঝড় সক্রিয় হলে এর নাম হবে ‘ফেনজল’। আগামী কয়েকদিনের মধ্যে ছবিটা আরও স্পষ্ট হবে। পুরো বিষয়টার দিকে নজর রেখেছে মৌসম বিভাগ। তবে বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা কম।
দেখুন খবর:







