Sunday, September 7, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollখুনি ছেলেকে পালাতে মদত! পুলিশের জালে দেশরাজের বাবা
Nadia

খুনি ছেলেকে পালাতে মদত! পুলিশের জালে দেশরাজের বাবা

জয়সলমীর থেকে তাঁকে গ্রেফতার করেছে নদিয়া পুলিশ

নদিয়া: নদিয়ার (Nadia) কৃষ্ণনগর (Krishnanagar) কাণ্ডে পুলিশের জালে ধৃত প্রধান অভিযুক্ত দেষরাজের বাবা। রাজস্থানের (Rajasthan) জয়সলমীর থেকে তাঁকে গ্রেফতার করেছে নদিয়া পুলিশ (Local News)। ঘটনায় নতুন মোড় ঘুরল বলে মনে করছে তদন্তকারীরা (District News)।

পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে কৃষ্ণনগরের মাঝপল্লি এলাকায় একটি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত দেষরাজ পলাতক থাকায় পুলিশের নজর ছিল তার পরিবার-পরিজনের দিকে। তদন্তে উঠে আসে, দেষরাজের বাবারও ঘটনার সঙ্গে যোগ থাকতে পারে। সেই সূত্রেই রাজস্থানে খোঁজ চালায় পুলিশ। অবশেষে শনিবার গভীর রাতে জয়সলমীর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: দীর্ঘ ৯ বছর পর ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা, কতটা নিরাপত্তা?

পুলিশ জানিয়েছে, ধৃতকে ট্রানজিট রিমান্ডে এনে খুব শিগগিরই কৃষ্ণনগর আদালতে পেশ করা হবে। তাঁকে জেরা করে দেষরাজের অবস্থান এবং খুনের সঙ্গে যুক্ত আরও কারা রয়েছে তা জানার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, কৃষ্ণনগরের মাঝপল্লি এলাকায় দিনদুপুরে এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এরপরই রাজ্য জুড়ে চাপে পড়ে পুলিশ। এখন পর্যন্ত একাধিক জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত এখনও অধরা।

তদন্তকারীরা মনে করছেন, বাবাকে জেরা করলে দেষরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। পুলিশ সূত্রে দাবি, এই গ্রেফতারি তদন্তে বড়সড় অগ্রগতি এনে দেবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News