Wednesday, August 27, 2025
HomeScrollরাজস্থানের হোটেলে বিধবংসী আগুন, প্রাণ বাঁচাতে বহুতল থেকে লাফ দিয়ে মৃত ১...

রাজস্থানের হোটেলে বিধবংসী আগুন, প্রাণ বাঁচাতে বহুতল থেকে লাফ দিয়ে মৃত ১ কিশোর সহ ৪

ওয়েবডেস্ক: রাজস্থানের (Rajasthan) আজমীরের (Ajmer Hotel) একটি বহুতলে বিধবংসী অগ্নিকাণ্ড (Fire Breaks)। আগুনের লেলিহান শিখা গ্রাস করে বহুতলটিকে। প্রাণ বাঁচাতে দোতলা, তিনতলা থেকে লাফ মেরে প্রাণে বাঁচার চেষ্টা। কিন্তু সেই প্রাণ বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোর সহ চারজনের। এর মধ্যে রয়েছেন এক মহিলা।

ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।  আহতদের উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় আটজনের শরীর ঝলসে গেছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিতের আর্জি অন্তর্বর্তী সরকারের

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ ওই হোটেলটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। স্থানীয়দের সহযোগিতায় বহু মানুষ হোটেল থেকে নীচে নামেন। কিন্তু ধোঁয়ার মধ্যে অনেকেই আটকে পড়েন ভিতরে। তিন চারতলা থেকে অনেকেই লাফ দেন। কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় স্থানীয়রা আর উপরে উঠতে সাহস পাননি। ঘটনাস্থলে দমকল এসে দ্রুত কাজ শুরু করে তারা।

বেশ কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, এসি থেকে এই আগুনের ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। হোটেলটি আজমীরের দিগগি বাজার (Diggi Bazaar) এলাকায় অবস্থিত।

দেখুন আরও খবর-

Read More

Latest News