Saturday, August 23, 2025
HomeScrollপুলে জলে সিক্ত শরীর, লাস্যময়ী দিশাকে দেখে কুপোকাত নেটপাড়া

পুলে জলে সিক্ত শরীর, লাস্যময়ী দিশাকে দেখে কুপোকাত নেটপাড়া

স্পষ্ট বক্ষবিভাজিকা, বোল্ড লুক পারদ চড়ালেন দিশা

কলকাতা: দিশার খোলামেলা বোল্ড লুক ভাইরাল। ফ্যাশানিস্তা দিশা পাটানির (Disha Patani) স্টাইলিশ লুকের ছবি দেখলে মোহিত হয়ে যান আট থেকে আশির ভক্তরা। দিশা পাটানিকে ফিটনেস কুইন বললেও কম বলা হয়, কারণ তাঁর লাস্যময়ী ফিগার দেখে পাগল হয়ে যান অনুগামীরা। বরাবরের মতো শরীরী আবেদন নিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করলেন দিশা ইনস্টাগ্রামে। ছবিতে উপচে পড়ছে হটনেস। ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় চড়ছে উষ্ণতার পারদ।

বোল্ড ফ্যাশন সেন্সের জন্য লাইমলাইটে থাকেন দিশা পাটানি। সিনেমা হিট হোক না হোক সোশাল মিডিয়ায় সুপারহিট এবং সুপার হট দিশা পাটানি। তার স্যোশাল মিডিয়ার পোস্ট সেই কথাই বলে। বলিপাড়ার তন্বী ও সাহসী নায়িকাদের তালিকায় যে কজন রয়েছেন তাঁদের মধ্যে একজন হলেন দিশা পাটানি। এবার অভিনেত্রী ছবি পোস্ট করে আগুন ঝরালেন। মাখন শরীরে সুইমিং পুলে ডুব দিলেন দিশা। সুইমিং পুলে তোলা রঙিন পোশাকে দিশা কার্যত লাস্যময়ী। উন্মুক্ত স্তনযুগল, স্পষ্ট বক্ষবিভাজিকা, বোল্ড লুক পারদ চড়াল নেট দুনিয়ায়। তাঁর আবেদনে ঘায়েল অনুরাগীরা। তণ্বী দিশা রীতিমতো আগুন ধরালেন নেটপাড়ায়। লাস্যময়ী দিশার শরীরী ভাষায় কুপোকাত ভক্তরা।

Read More

Latest News