Friday, September 19, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollনদিয়া জেলার ৪৪৬টি রাস্তা সংস্কারে উদ্যোগী জেলা প্রশাসন
Nadia

নদিয়া জেলার ৪৪৬টি রাস্তা সংস্কারে উদ্যোগী জেলা প্রশাসন

কত কোটি ব্যয় হবে জানেন?

নদিয়া: নদিয়ার (Nadia) বেহাল রাস্তাগুলি সংস্কারে বড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। প্রায় ২৩৮ কোটি টাকা ব্যয়ে ৭০০ কিমি দীর্ঘ ৪৪৬টি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে ৩৪১টি পিচের রাস্তা ও ১০৫টি কংক্রিটের রাস্তা তৈরি করা হবে (District News)।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথমে প্রায় ৫০৬টি রাস্তা সংস্কারের আবেদন জমা পড়ে। পরে সমীক্ষার মাধ্যমে দেখা যায়, ৪৪৬টি রাস্তা অতিসত্বর সংস্কারের প্রয়োজন। সেই রিপোর্ট পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই খসড়া বাজেট তৈরি শুরু হয়েছে। আর্থিক অনুমোদন মিললেই কাজ শুরু হবে।

আরও পড়ুন: মিনিয়েচার দুর্গার চাহিদা বর্তমানে তুঙ্গে, কী বলছেন কৃষ্ণনগরের এই শিল্পীরা?

বিশেষ নজরকাড়া বিষয় হল, অতিরিক্ত জেলাশাসক অনুপ কুমার দত্ত নিজে বাইকে চেপে রাস্তাগুলি ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এই পদক্ষেপে খুশি এলাকাবাসী। এক স্থানীয় বাসিন্দা বলেন, “বছরের পর বছর রাস্তাগুলি বেহাল অবস্থায় ছিল। অবশেষে প্রশাসনের এই উদ্যোগে আমরা স্বস্তি পেয়েছি।” প্রশাসনের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়েক লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News