ওয়েব ডেস্ক: আলিপুরদুয়ার (Alipurduar) জেলার শিল্পী অভিজিৎ ভৌমিক দুর্গাপুজোর (Durga Puja 2025) প্রতিমার গহনা তৈরিতে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি তাঁর গভীর টান ছিল। ধীরে ধীরে সেই আগ্রহই তাঁকে প্রতিমার অলঙ্কার নির্মাণের কাজে নিয়ে আসে।
প্রতিমার জন্য প্রয়োজনীয় গহনা যেমন মুকুট, হার, কানের দুল, বাহুবন্ধ, কোমরবন্ধ ইত্যাদি তিনি নিজ হাতে অত্যন্ত যত্নে তৈরি করেন। কাগজ, থার্মোকল, মেটাল ফয়েলসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এসব গহনায় সূক্ষ্ম নকশা ও নিখুঁত কারুকাজ স্পষ্ট হয়।
আরও পড়ুন: চাল নয়, এই পায়েসের সঙ্গে জমে যাবে রুটি-পরোটা
শুধু আলিপুরদুয়ারের পুজো নয়, জেলার বাইরে থেকেও বিভিন্ন পুজো কমিটি তাঁর তৈরি অলঙ্কারের অর্ডার দিয়ে থাকে। দুর্গাপুজোর আগে থেকেই অভিজিতের ব্যস্ততা বেড়ে যায়। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা শ্রম দিয়ে তিনি প্রতিটি অর্ডার সময়মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
অভিজিৎ জানিয়েছেন, শিল্পই তাঁর আসল অনুপ্রেরণা। প্রতিমার গহনায় তিনি শুধু সৌন্দর্যই আনেন না, বরং প্রতিটি অলঙ্কারের মাধ্যমে ভক্তির প্রকাশ ঘটান। তাই তাঁর তৈরি গহনার আলাদা কদর রয়েছে। স্থানীয় মানুষ যেমন তাঁকে সম্মান দেন, তেমনই ধীরে ধীরে বৃহত্তর পরিসরেও তাঁর নাম ছড়িয়ে পড়ছে।
দেখুন আরও খবর: