ওয়েবডেস্ক- চিকিৎসায় নয়া পদক্ষেপ। এবার এসএসকেএমএ (SSKM) চালু হতে চলেছে বোন (হাড়) ব্যাঙ্ক (Bone Bank)। কর্তৃপক্ষের প্রস্তাবে অনুমোদন দিল স্বাস্থ্য ভবন। দুর্ঘটনায় শরীরের ভেঙে যাওয়া হাড় বা শরীর থেকে বাদ যাওয়া হাড় অনেক সময় রোগীদের প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা হয় আর সেই সময় প্রয়োজন হবে এই বোন ব্যাংকের। রোগীদের শরীর থেকে বাদ যাওয়া হাড় সংরক্ষিত হবে এই বোন ব্যাঙ্কে। চিকিৎসা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বোন ব্যাঙ্ক। স্বাস্থ্য ভবনের নোটিশ অনুযায়ী IPGME&R SSKM Annex 2 শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে (Shambhunath Pandit Hospital) এই বোন ব্যাঙ্ক চালু করা হবে। পূর্ব ভারতে প্রথম কোন সরকারি হাসপাতালে Bone Bank চালু হবে।
বোন ব্যাঙ্ক কী? (Bone Bank)
চিকিৎসা জগতে বোন ব্যাঙ্ক হল এমন একটি ব্যবস্থা যেখানে মৃত মানুষের শরীর থেকে হাড় সংগ্রহ করবে। সেই সংক্ষিত হাড় হাড় প্রতিস্থাপন বা অস্টিওআর্থারাইটিসের মতো রোগের চিকিৎসায় ব্যবহার করা হবে। বোন ব্যাঙ্ক চালু হলে অর্থোপেডিক চিকিৎসায় নয়া দিগন্ত উন্মোচন খুলে দেবে। রোগীরা ভাঙা হাড়ের সমস্যা থেকে মুক্তি পাবে, মানুষের হাড়ের প্রয়োজন হলে একটি বোন ব্যাঙ্ক থেকে তা পাওয়া যাবে।
এমনকী কোনও মানুষের ব্রেন ডেথ হলে, তাঁর পরিবার যদি অঙ্গদানে সম্মতি দিলে অঙ্গদাতার শরীর থেকে হাড় সংগ্রহ করে তা বোন ব্যাঙ্কে সংরক্ষিত করে রাখা হবে। হাড় ইমপ্ল্যান্ট করার ক্ষেত্রেই এই পদ্ধতি কাজে লাগবে। রাজ্যের স্বাস্থ্য ভবনে একাধিক আবেদন জমা পড়েছিল, যার মধ্যে রয়েছে একটি বেসরকারি হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালের অর্থোপেডিক বিভাগ আবেদন জানায়।
দেখুন আরও খবর-