Wednesday, January 21, 2026
HomeScrollফের সবুজ ঝড় বীরভূমে, ১০০ টি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
Birbhum

ফের সবুজ ঝড় বীরভূমে, ১০০ টি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

পতাকা তুলে দিলেন অনুব্রত মণ্ডল

বীরভূম: সাঁইথিয়া (Saithia) হরিসড়া পঞ্চায়েতের মতিপুর গ্রামে ১০০টি পরিবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করেছে। এই পরিবারের হাতে সরাসরি পতাকা তুলে দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যা স্থানীয় রাজনৈতিক দৃশ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে (District News)।

পরিবারগুলি জানিয়েছে, তাঁরা স্থানীয় উন্নয়ন ও জনগণের কল্যাণকে সামনে রেখে তৃণমূলে যোগদান করেছেন। অনুব্রত মণ্ডল তাঁদের মধ্যে উজ্জীবিত সঙ্গতি ও দলের সঙ্গে একাত্মতা বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন: রানাঘাটের বিজেপি বিধায়কের উদ্যোগে বিজয়া সম্মিলনী

এই ঘটনায় বিজেপি নেতৃত্বের বক্তব্যও পাওয়া গেছে। উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা, বলেন, “এই ধরনের পরিস্থিতি আমাদের দলকে আরও শক্তিশালী করে। আমরা স্থানীয় জনমানসের পাশে থেকে আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।”

স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তৃণমূলের দিক থেকে এটি দলের গণতান্ত্রিক প্রভাব বৃদ্ধি সমর্থনের শক্তি হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News