Monday, November 3, 2025
HomeScrollগোষ্ঠী কোন্দল! SIR ইস্যুতে অনুব্রতকে আক্রমণ সংখ্যালঘু নেতার
Anubrata Mondal

গোষ্ঠী কোন্দল! SIR ইস্যুতে অনুব্রতকে আক্রমণ সংখ্যালঘু নেতার

তৃণমূল কর্মীদের শোষণ করেছেন আপনি, বিস্ফোরক কাজল ঘনিষ্ঠ ইউনুস

বীরভূম সাঁইথিয়া, চন্দন কর্মকার: বীরভূমে (Birhbhum) তৃণমূলের (TMC) ফের গোষ্ঠী কোন্দল (Conflict)। সাঁইথিয়া ব্লকের (Sainthia Blockতৃণমূলের কর্মিসভা থেকে অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ তৃণমূল নেতা মহম্মদ ইউনুসের (Trinamool leader Muhammad Yunus। এসআইআর (SIR) ভালো বলার জন্যই অনুব্রতকে (Anubrata Mondal) আক্রমণ ওই সংখ্যালঘু নেতার। মহ: ইউনুস দলেরই কাজল শেখ ঘনিষ্ঠ।

বক্তব্য রাখতে গিয়ে মহ: ইউনুস বলেন, যে SIR নিয়ে কলকাতার রাজপথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা উদ্বিগ্ন। আমাদের দলের এক নেতা আবার দেখুন, বোলপুরের এক দাদা কি সহজে বললেন SIR হোক তাতে কোনও প্রবলেম নেই বললেন। অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর মত এও এক ধরনের নেতা।

আরও পড়ুন- নদিয়ায় ইডি হানা! কী কারণে এই অভিযান?

পাশাপাশি তিনি বিকাশ রায় চৌধুরীর সভাধিপতির পদে থাকা উদাহরণ টেনে এনে বলেন, আপনি তো বলছেন উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিলেন জেলা পরিষদে তাহলে তাকে কেন এক বছর বসিয়ে রাখা হয়েছিল। কেন বনবাসে পাঠিয়েছিলেন। আপনি ভুলে গেলেও আমরা ভুলিনি। জেলা কোর কমিটি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আপনি নিজের সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি কি ভাবছেন একইভাবে একই রকম ভাবে চালাবেন, যেভাবে আপনি তৃণমূল কর্মীদের শোষণ করেছেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News