Sunday, August 24, 2025
HomeScrollপ্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাদের চাঙ্গর ভেঙে বিপত্তি!

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাদের চাঙ্গর ভেঙে বিপত্তি!

কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাদের চাঙ্গর ভেঙে ঘটল বিপত্তি! গতকাল অর্থাৎ বুধবার রাত ১১ টা নাগাদ হঠাৎই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইডেন হিন্দু হোস্টেলের ছাদের চাঙ্গর ভেঙে পড়ে। আর সেই ছাদের চাঙ্গর ভেঙে পড়ে ঐশ্ণিক দত্ত নামে এক আবাসিকের ছাত্রের বিছানায়।

আরও পড়ুন: বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি, সরকার কী করছে? জানতে চাইল আদালত

যদিও, তখন সেই ছাত্র বিছানায় না থাকায় বরাত জোরে বেঁচে যায়। নইলে গতকাল রাতে বড়সড় কোন দুর্ঘটনা ঘটতে পারত বলে আসঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়েই আবাসিকদের তরফ থেকে খবর দেওয়া হয় ডিন অফ স্টুডেন্টস ও কর্তৃপক্ষকে।

আবাসিকদের অভিযোগ, আগেও এমন ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষকে সংস্কারের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এরপর কোনও আবাসিকের ক্ষতি হলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছে আবাসিকরা।

দেখুন অন্য খবর

Read More

Latest News