ওয়েব ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের (United Nations) সাধারণ পরিষদে ভারতের জন্য বড় জয়। ২০২৫–২০২৭ মেয়াদের জন্য ভারত নির্বাচিত হয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে (UNHRC)। নির্বাচনে ভারত প্রাপ্ত ভোটের মাধ্যমে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে।
মানবাধিকার পরিষদের ৪৭ সদস্য রাষ্ট্রের মধ্যে একজন হিসেবে ভারত নীতি প্রণয়ন, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নাগরিক স্বাধীনতা, প্রকাশের স্বাধীনতা ও সংরক্ষিত সম্প্রদায়ের অধিকার সংক্রান্ত রেজল্যুশনে অংশগ্রহণ করবে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের লক্ষ্য থাকবে গঠনমূলক সংলাপ, বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক মানবাধিকার চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান খুঁজে বের করা।
আরও পড়ুন: মুম্বইয়ে PETA ইন্ডিয়ার ‘পিজিওন মাস্ক’ প্রতিবাদ ঘিরে বিতর্ক
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর জোর দিয়ে ভারত তার আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণ করবে। এই নির্বাচনের মাধ্যমে আবারও আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিশ্রুতি, আইনের শাসন ও মানব মর্যাদার প্রতি সংহতি তুলে ধরা হল।
দেখুন আরও খবর: