কলকাতা: প্রজাতন্ত্র দিবসে মেট্রো যাত্রীদের জন্য বড় ঘোষণা। ২৬ জানুয়ারি জাতীয় ছুটির দিন হওয়ায় আগামীকাল সোমবার অপেক্ষাকৃত কম মেট্রো চালাবে কলকাতা মেট্রো। মূলত ব্লু লাইন (Kolkata Metro Blue Line) ও ইয়েলো লাইনের (Kolkata Metro Yellow Line) মেট্রো পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে।
কলকাতা মেট্রোর ব্লু লাইনে ২৭২টি ট্রেনের বদলে সোমবার ১৮২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ৯১টি আপ ও ৯১টি ডাউন মেট্রো চলবে। ব্লু লাইনে সকালে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ০৬:৫০ প্রথম মেট্রো ছাড়বে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম ০৬:৫০। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর ০৬:৫৫। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ০৬:৫৫। রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম ২১.১৮ মিলবে শেষ মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে দমদম ২১:৪৫।
আরও পড়ুন : লজিক্যাল ডিসক্রিপ্যান্সির নামে অজুহাত তৈরি করছে কমিশন : মমতা
অন্যদিকে মেট্রোর ইয়েলো লাইনে সাধারণ দিনে এই রুটে মোট ১২০টি পরিষেবা দেওয়া হয়। কিন্তু সোমবার ৯২টি মেট্রো চলবে। ৪৬টি আপ+৪৬টি ডাউন ট্রেন চালাবে মেট্রো। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর সকালে প্রথম মেট্রো ০৭:১৮ মিনিটে মিলবে। জয় হিন্দ বিমান বন্দর থেকে নোয়াপাড়া ০৭:৪০। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর ২০:৫৮ মিনিটের পরিবর্তে ২১:০০ রাতের শেষ মেট্রো মিলবে।







