Thursday, November 27, 2025
HomeScroll১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ীকে নিয়ে ট্যুরে মালাইকা
Malaika Arora

১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ীকে নিয়ে ট্যুরে মালাইকা

৫২-র মালাইকা মজেছেন ১৯ বছরের ছোট বয়ফ্রেন্ডে

ওয়েব ডেস্ক: ১৯ বছরের ছোট বয়ফ্রেন্ডে মজে ৫২-র মালাইকা আরোরা (Malaika Arora)। ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’-এর জীবনে যে নতুন প্রেম এসেছে, সেই গোপন খবর ফআঁস হয়েছে এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্টেই। মুম্বইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে রহস্যময় এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে, সেই পুরুষ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা (Dimond Merchant Harsh Mehta)। এই কনসার্টের পর থেকেই দুজনের ডেটিং গুঞ্জন ছড়িয়ে পড়ে। ১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ীকে নিয়ে ট্যুরে মালাইকা।

মালাইকা অরোরা ফের একবার তাঁর প্রেম জীবনের জন্য শিরোনামে উঠেছেন। আরবাজ খানের সঙ্গে দু’দশকের দাম্পত্য ভেঙেছে আগেই। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমেও ভাঙন ধরেছে গতবছর। এবার কানাঘুষো, হাঁটুর বয়সি প্রেমিকে মজে মালাইকা। বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মালাইকা যাঁর প্রেমে পড়েছেন তিনি আদতে হিরে ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তাঁর বয়সের ফারাক উনিশ বছর।বুধবার বিকেলে মুম্বই বিমানবন্দরে মালাইকার সঙ্গে তাঁর নতুন ‘প্রেমিক’কে লেন্সবন্দি করলেন পাপারাজ্জিরা। বিশেষ বন্ধুকে বিদেশে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী নায়িকা। মুম্বই বিমানবন্দর থেকে ফাঁস হওয়া ওই ভিডিওতেও রং মিলান্তি পোশাকে ধরা দিলেন জুটিতে। মালাইকা এগিয়ে ছিলেন এবং হর্ষ ক্যাজুয়াল পোশাকে মুখোশ পরে তাঁর পিছনে হাঁটছিলেন। পার্কিং এরিয়ায় যাওয়ার সময় দুজনকে একই গাড়িতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

 আরও পড়ুন:বিজয়–ফতিমার নতুন ছবি ঘিরে বিতর্কের ঝড়, মণীষ মলহোত্রার পোস্টে ফের উসকে জল্পনা

অন্য খবর দেখুন

Read More

Latest News