ওয়েব ডেস্ক: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাম্প্রতিক পহেলগাম জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে সীমান্ত সন্ত্রাস এখনও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।
প্রধানমন্ত্রী জানান, নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই হামলা কেবল ভারতের উপর আঘাত নয়, গোটা অঞ্চলের শান্তি ও উন্নয়নের পথে বড় বাধা। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। সন্ত্রাসীদের মদতদাতা এবং আশ্রয়দাতাদেরও চিহ্নিত করতে হবে।
আরও পড়ুন: ‘আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি’ বার্তা মোদি ও পুতিনের
তিনি আরও বলেন, এসসিও দেশগুলিকে একজোট হয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। উন্নয়ন ও সহযোগিতার পথে এগোতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করা অপরিহার্য। আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান স্পষ্ট “সন্ত্রাসবাদ মানবতার শত্রু।”
উল্লেখ্য, কিছুদিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগাম এলাকায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। ওই ঘটনার পর থেকে দেশে-বিদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবার আন্তর্জাতিক মঞ্চে সেই বিষয়েই কড়া অবস্থান নিলেন প্রধানমন্ত্রী মোদি।
দেখুন আরও খবর: