Tuesday, September 16, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollক্ল্যাসি লুকে নোরা

ক্ল্যাসি লুকে নোরা

ওয়েব ডেস্ক: নোরা ফতেহি মানে বোল্ড সাহসী লুক। নেটপাড়া মুখিয়ে থাকে নোরার উষ্ণ ছবি দেখার জন্য। তবে এবার অভিনেত্রী ধরা দিলেন একেবারে অন্য অবতারে। ক্লাসিক লুকে ধরা দিলেন তিনি। চলুন দেখে নেওয়া যাক…

এবার বোল্ড লুকে নয়, মোহময়ী লুকে ধরা দিলেন নোরা ফাতেহি। সবুজ লেহেঙ্গাতে ধরা দিলেন তিনি। মাথায় বেল ফুলের মালা, সঙ্গে হালকা মেকআপ। ঠোঁটে নুড কালারের লিপস্টিক। মাথায় টিকলি। গলা ভর্তি গহনা। সব মিলিয়ে এক নয়া রূপে ধরা দিলেন তিনি, যা দেখে মুগ্ধ নেট পাড়া।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

আরও পড়ুন: ‘খাকি ২’ ওয়েব সিরিজে কিভাবে আছেন অভিনেতা সোহম চক্রবর্তী! 

নোরাকে এমন লুকে দেখতে পাওয়া যায় সোচরাচর। আর তাঁর এই নয়া লুক এবার নেটপাড়া জুড়ে ভাইরাল। মোহময়ী নোরার লুক দেখে কুপকাত নেটপাড়া।

দেখুন অন্য খবর

Read More

Latest News