ওয়েবডেস্ক- বন্যা দুর্গত এলাকা (Flood Affected Areas) পরিদর্শন করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Jammu and Kashmir Chief Minister Omar Abdullah) । ত্রাণ সহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের (Rehabilitation) আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার পরিদর্শনের পর অনন্তনাগে তাঁর বাংলোতে জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বন্যার পরবর্তী পরিস্থিতি এবং পুনরুদ্ধারের একটি বৈঠক করেন। এদিন অনন্তনাগের বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন, সেই সঙ্গে তার বাড়ি ঘর সহ, রাস্তা, সরকারি, বেসরকারি পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখেন। উপ মুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী, মন্ত্রিপরিষদ মন্ত্রী সাকিনা ইটু এবং জাভেদ রানা ছাড়াও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি, বিধায়ক আলতাফ কালু, মাজিদ লারমি, ডক্টর বশির ভিরি, রিয়াজ খান এবং জাফর খাত্তানা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। অনন্তনাগের ডেপুটি কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
VIDEO | Anantnag, J&K: On viral video of mob breaking national emblem at Hazratbal Shrine foundation stone, CM Omar Abdullah (@OmarAbdullah) says,
“The first question is whether that emblem should have been there at all? I haven’t seen an emblem in such religious places. What was… pic.twitter.com/IrSb7hEDVf— Press Trust of India (@PTI_News) September 6, 2025
এই বছর এক ভয়াবহ বিপর্যয়ের শিকার হল জম্মু কাশ্মীর (Jammu Kashmir) । বৃষ্টি (Rain), ভূমিধস (Land slide), মেঘভাঙা (Cloud Brust) বৃষ্টিতে শোচনীয় অবস্থায় উপত্যকা। ১৪ অগাস্টের অবস্থা আরও ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছে রাজ্যটি। বন্যার কবলে পরে অন্তত ৬৭ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যেই বেশিরভাগ মাচাইল মাতা যাত্রার তীর্থযাত্রী ছিলেন। জখম হয়েছে প্রায় ১০০ জনেরও বেশি পুণ্যার্থী। কিশতয়ার জেলার চাশোটি গ্রামে মেঘ ভাঙনের ঘটনা ঘটায় ভয়াবহ রূপ নিয়েছে।
আরও পড়ুন- জয়পুরে প্রবল বর্ষণে বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা
গত ২৬ অগাস্ট ভূমিধসের ৩৫ জনের মৃত্যু ঘটে। ২৬ আগস্ট বৈষ্ণো দেবী মন্দিরে যাত্রার (Vaishno Devi Temple) ৩৫ জনের মৃত্যুর হয়, তার পরেই এই যাত্রা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। বেশিরভাগ যাত্রীই বেস ক্যাম্প কাটরায় ফিরে আসেন। সেই ক্যাম্পটি ভূমিধসের কবলে পড়ে। জম্মু বিভাগের তাবি, চেনাব, বসন্তর এবং উজ নদীর জলে অনেক জায়গায় বাঁধ ভেঙে জম্মু, সাম্বা এবং কাঠুয়ার কয়েক ডজন গ্রাম ডুবে গেছে। ঝিলাম নদীর জল বেড়ে বন্যা তৈরি হয়েছে।
বিশেষ করে বুদগাম জেলায় ঝিলামের বাঁধ ভেঙে যাওয়ার ফলে বন্যার কবলে এলাকাগুলি। অনন্তনাগ ও পুলওয়ায়া ফলের বাগানগুলি জলের তলায়। এই প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের জমিতে। ধানের ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে কয়েক ডজন একর জমির ব্যাপক ক্ষতি হয়েছে।
দেখুন আরও খবর-