Tuesday, October 28, 2025
HomeScrollকেরলে প্রবল বৃষ্টি বজ্রাঘাতে বাংলার এক যুবক সহ মৃত ২
Kerala Heavy Rain

কেরলে প্রবল বৃষ্টি বজ্রাঘাতে বাংলার এক যুবক সহ মৃত ২

পাঁচ জেলায় কমলা সতর্কতা, আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস

ওয়েবডেস্ক- কেরলে (Kerala) প্রবল বৃষ্টি (Heavy Rain) শুরু হয়েছে। ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৌসম ভবন (IMD) ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাঁচটি জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

ভারী বৃষ্টিপাতে পেরুম্বাভুরের কাছে আলুভা-মুন্নার রাস্তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এলাকায় যান চলাচল ব্যাহত। কর্তৃপক্ষ জানিয়েছে, নিচু এলাকাগুলি জলবন্দি। ঝোড়ো হাওয়া, প্রবল বর্ষণে বিপর্যস্ত একাধিক এলাকা। দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন পশ্চিমবঙ্গের।

প্রবল বাতাসের কারণে আর্থুনকাল উপকূলের কাছে নৌকা ডুবে আলাপ্পুঝা জেলায় এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম পল দেবাসিয়া, তিনি আর্থুনকালের বাসিন্দা। খুব ভোরে মাছ ধরার জন্য নৌকা নিয়ে বের হয়েছিলেন, মাঝনদীতে ঝড়ের কবলে পরে নৌকা উলটে যায়। তার দেহ উদ্ধার করে অন্যান্য মৎস্যজীবীরা। এদিকে, আঙ্গামালির কাছে মুকানুরে বজ্রপাতে পশ্চিমবঙ্গের এক ব্যক্তি মারা গেছেন। মৃতের নাম খোকন মিস্ত্রি (৪৫)। যিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। ভাড়া বাড়িতে থাকতেন। এদিন  সকাল ৮.১৫ নাগাদ মুকানুরে তার ভাড়া বাড়িতে বজ্রাঘাতে মারা যান।

আরও পড়ুন- মঙ্গলে SIR শুরু বাংলায়, লাগবে কোন কোন নথি?

মৌসম বিভাগ (IMD) কোঝিকোড়, কাসারগোড়, কান্নুর, কোট্টায়াম এবং পাঠানমথিত্তা জেলাগুলির জন্য একটি কমলা সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় ২০৪ মিমি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে, যার ফলে কোঝিকোড় শহরের কিছু অংশে জলবন্দি। কেএসআরটিসি বাস স্টেশনের কাছে বেশ কয়েকটি দোকানে জল ঢুকে পড়েছে। মালাপ্পুরম এবং কান্নুরের উচ্চভূমি অঞ্চলেও  ভারী বৃষ্টি চলছে। সেইসঙ্গে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। সাতটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওয়ানাড়, মালাপ্পুরম, পালাক্কাড়, ত্রিশুর, এর্নাকুলাম, ইদুক্কি এবং আলাপ্পুঝা জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এখানে ৬৪.৫-১১৫.৫ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে এর্নাকুলাম এবং আলাপ্পুঝা সহ মধ্য কেরালার জেলাগুলিতেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবারও তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। প্রতিকূল আবহাওয়ার কারণে জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News