Friday, October 10, 2025
HomeScrollSIR ইস্যুতে জেলার রাজনীতিতেও শুরু রাজনৈতিক তরজা
Bihar

SIR ইস্যুতে জেলার রাজনীতিতেও শুরু রাজনৈতিক তরজা

নির্বাচন ঘোষণায় তৈরি হয়েছে নতুন বিতর্ক

ওয়েব ডেস্ক: বিহারে (Bihar) সম্প্রতি SIR (Systematic Investigation of Roll) প্রকল্প চালু হওয়ার পর ভোটার তালিকা থেকে বাদ গেছে লক্ষাধিক মানুষের নাম। এর মধ্যেই রাজ্যে নির্বাচন ঘোষণায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি ঘিরে এবার জেলাতেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী অভিযোগ করেছেন, “বিজেপি বলেছিল, যাদের নাম বাদ যাবে তারা আবার নথিভুক্ত হতে পারবে। কিন্তু বিহারে তা হয়নি। আসলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ঘুরপথে NRC ও CAA কার্যকর করছে বিজেপি।”

আরও পড়ুন: নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, কোন কোন জেলা ভাসবে? দেখুন

বিধায়কের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি আরও বলেন, “বাংলায়ও এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে, যাতে সংখ্যালঘু ও দরিদ্র মানুষের ভোটাধিকার সংকুচিত হয়।”

অন্যদিকে, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, “যাদের নাম বাদ গেছে, তারা আসলে একই ব্যক্তি একাধিক জায়গায় নাম তুলেছিলেন। SIR সেই ভুয়ো নাম সরিয়ে দিচ্ছে। বাংলাতেও একই কাজ হবে। ভুয়ো ভোটার বাদ যাবে। আর যাঁরা হিন্দু শরণার্থী, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে CAA অনুযায়ী।”

রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন, বাংলায় যদি SIR চালু হয়, তবে তা ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। এই ইস্যুকে সামনে রেখে রাজ্য জুড়ে শাসক-বিরোধী দুই শিবিরেই এখন তপ্ত রাজনৈতিক পরিবেশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News