Wednesday, October 8, 2025
spot_img
HomeScrollসরকার প্রধান হিসাবে দীর্ঘ ২৫ বছর, দেশবাসীকে ধন্যবাদ প্রধানন্ত্রীর
Narendra Modi

সরকার প্রধান হিসাবে দীর্ঘ ২৫ বছর, দেশবাসীকে ধন্যবাদ প্রধানন্ত্রীর

গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, মা হীরাবেনকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদির

ওয়েবডেস্ক- জীবনের অনেকটা পথ পেরিয়ে এলেন তিনি। কঠিন সময় গুজরাটের (Gujrat) হাল ধরেছিলেন নরেন্দ্র মোদি। বিগত আড়াই দশক ধরে তিনি সরকারের প্রধান হয়ে দেশবাসীর সেবা করেছেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমে পোস্ট করে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । স্মরণ করলেন মা হীরাবেন (Ma Hiraben) কে। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ২০০১ সালে শপথ নিয়েছিলেন তিনি। সেই সমস্ত ছবি পোস্ট করে স্মৃতির সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী। যেদিন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি।

২৪ বছর আগে মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটলেকে সরিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে বসেন নরেন্দ্র মোদি। এর বহু সময় পার হয়েছে। পরিবর্তন হয়েছে অনেক কিছুই। ২০০১ থেকে ২০১৪ সময়কালে মোট চারবার মুখ্যমন্ত্রী হন তিনি। পরবর্তীতে সেই ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। এই নিয়ে তিনবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। সরকার প্রধান হিসাবে দীর্ঘ যাত্রার পঁচিশ বছরে পা দিয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এক্স অ্যাকাউন্টে মোদি লিখেছেন, “২০০১ সালের এই দিনে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম বার শপথ নিয়েছিলাম। আমাকে আশীর্বাদ করার জন্য দেশবাসীকে ধন্যবাদ। সরকারের প্রধান হিসেবে  জনগণের সেবার ২৫ বছরে পা দিলাম আমি। ভারতবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এতগুলি বছর ধরে সব সময় চেষ্টা করেছি যাতে আমাদের জীবনযাপন এবং দেশের উন্নতি হয়।”

আরও খবর-  জন্মদিনে পুতিনকে ফোন মোদির! কী কথা হল দুই দেশপ্রধানের?

মোদি লিখেছেন এক কঠিন সময় গুজরাটের হাল ধরেছিলেন তিনি। ওই বছরই বড় ভূমিকম্প হয়েছিল। তার আগের বছরগুলিতেও সুপার সাইক্লোন, খরা, ছিল রাজনৈতিক অস্থিরতা। ওই চ্যালেঞ্জগুলিই মানুষের সেবা করার সংকল্প আমার মধ্যে আরও দৃঢ় করে। জীবনীশক্তি আর অনেক আশা নিয়ে গুজরাটকে পুনর্গঠনের সঙ্কল্প নিয়েছিলাম।

মাকে নিয়ে প্রধানমন্ত্রী লেখেন, যখন শপথ নিই, তখন আমার মা আমাকে দুটি কথা বলেছিলেন। আমার এখনও মনে আছে। বলেছিলেন— আমি তোমার কাজ খুব বেশি বুঝি না। কিন্তু দু’টি জিনিস চাই। এক, তুমি সব সময় গরিবদের জন্য কাজ করবে। দুই, তুমি কখনও ঘুষ নেবে না।” মায়ের এই আদর্শবাণী সামনে রেখেই কাজ করি বলে জানিয়েছন প্রধানমন্ত্রী।

সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি ইউপিএ সরকারকে আক্রমণ শানিয়েছেন। মোদির কটাক্ষ দুর্নীতি আর স্বজনপোষণের সমার্থক ছিক ইউপিএ সরকার। তবে এখন পরিস্থিতি বদলেছে, দেশ প্রগতির দিকে এগোচ্ছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News