Sunday, August 24, 2025
HomeScrollবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তীব্র গরম থেকে মিলবে কি স্বস্তি?

বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তীব্র গরম থেকে মিলবে কি স্বস্তি?

ওয়েব ডেস্ক: ভ্যাপসা গরম। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে রোদের দাপট। তবে এই আবহেই এবার আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) পক্ষ থেকে দেওয়া হল রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। জানানো হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের বেশকিছু জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। যার জেরে তীব্র গরম থেকে মিলতে পারে স্বস্তি।

তীব্র গরমে হাঁসফাঁস কান্ড বঙ্গবাসীর। পাখার তলায় বসলেও ঘামে নাস্তানাবুদ হতে হচ্ছে সকলকে। তবে হাওয়া অফিস আস্বস্ত করেছে কিছুক্ষণের মধ্যেই মিলবে স্বস্তি।

আরও পড়ুন:সাফল্য ভারতীয় সেনার, সিয়াচেনে ইউনিফর্ম লঞ্চিং প্যাড ইনস্টলের কাজ শুরু ভারতের

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজকে রয়েছে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাতেও বইবে দমকা হাওয়া। পাশাপাশি রাজ্যের দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে রয়েছে কালবৈশাখির সম্ভাবনা।

তবে এর জেরে তাপমাত্রায় খুব একটা হেরফের হবেনা বলে জানা যাচ্ছে। বৃষ্টি হলে সামান্য কমবে তাপমাত্রা। আবার রোদ উঠলে বাড়বে তাপমাত্রা।

দেখুন অন্য খবর

Read More

Latest News