Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollবজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কালবৈশাখীর সতর্কবার্তা

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কালবৈশাখীর সতর্কবার্তা

ওয়েবডেস্ক: তীব্র দাবদহের (warm weather) জ্বালা থেকে কিছুটা হলেও মুক্তি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorms forecast ) সহ বৃষ্টিপাতের (Rainfall) পূর্বাভাস রয়েছে আজও। সেইসঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্কবার্তা ।

কলকাতার আকাশ আজ পরিষ্কার থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রৌদ্রজ্জ্বল আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তবে রবিবার থেকে বঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে। আগামী ২ মে উত্তর-পশ্চিম ভারতের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকালও কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলেছে। আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: মে মাসেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, মার্কশিট কবে মিলবে? দেখুন

কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে মনে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। বাতাসে আদ্রতার পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে। গত দু’দিনের তুলনায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা। সকাল থেকে তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতা সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপমাত্রার কোনও হেরফের হবে না। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা কমবে। কলকাতা সহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও তাপমাত্রা হ্রাস পারবে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে  উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় তাপমাত্রার পারদ নামবে। বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News