Tuesday, November 4, 2025
HomeScrollকিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়… সুপার বোল্ড লুকে ভাইজান
Salman Khan

কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়… সুপার বোল্ড লুকে ভাইজান

শার্টলেস সিক্স প্যাকে সলমন

কলকাতা: সলমন খানকে (Salman Khan) বুঝিয়ে দিলেন ফিটনেসের ক্ষেত্রে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। ৫৯ বছর বয়সেও সেই ফিটনেসই যেন নতুন করে সংজ্ঞা দিচ্ছে শৃঙ্খলা ও অধ্যবসায়ের। তাঁর ফিটনেস তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। এক্স অ্যাকাউন্টে এক জোড়া শার্টলেস ছবি পোস্ট করেছেন। অভিনেতা ছবি পোস্ট করে নেটপাড়ায় সেনসেশন জাগালেন।

শাহরুখ খান সম্প্রতি ৬০ বছর বয়সে পা দিলেন। তাঁর নতুন ছবি ‘কিং’ আসছে। ‘কিং’-এর লুক দেখে সকলেই বলছেন শাহরুখ খানের বয়স কমে গিয়েছে। এবার সালমান নিজের শার্টলেস ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন বয়স তার কাছে সংখ্যা মাত্র। এক্স অ্যাকাউন্টে এক জোড়া শার্টলেস ছবি পোস্ট করেছেন ওয়ার্কআউট সেশনের পর। ছবিতে স্পষ্ট তাঁর সিক্স প্যাক অ্যাবস ও বাইসেপস, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা। ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন, “কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়… এটা ছাড়াই হয়েছে।” আত্মবিশ্বাসই যেন বলে দেয়, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। ছবিটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে গিয়েছে প্রশংসার ঝড়। এক অনুরাগী লিখেছেন, “এই কারণেই সলমন খান ওজি! বডিবিল্ডিং-এর আইকন।” আরেকজনের মন্তব্য, “৫৯ বছরেও এতটা ফিট থাকা অবিশ্বাস্য!

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

অন্য খবর দেখুন

Read More

Latest News