Saturday, October 11, 2025
HomeScrollআজ ভোর থেকেই বন্ধ দ্বিতীয় হুগলি সেতু!
Vidyasagar Setu Closure

আজ ভোর থেকেই বন্ধ দ্বিতীয় হুগলি সেতু!

শনি-রবিবার দফায় দফায় গাড়ি বন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে

কলকাতা: আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা এবং রবিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) বন্ধ থাকবে (Second Hoogly Bridge)। কলকাতা পুলিশ (Kolkata Police) জানাচ্ছে, সেতুর মেরামতি ও সংস্কারের কাজের জন্য এই সময়ে সকল ধরণের যানবাহনের চলাচল নিষিদ্ধ।

কবে কবে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু?
১১ অক্টোবর ২০২৫ (শনিবার)- ০৫:০০ – ০৯:০০
১২ অক্টোবর ২০২৫ (রবিবার)- ১৫:০০ – ২০:০০

আরও পড়ুন: শিরশিরানি শীতের আগমনী সুর! লেটেস্ট আপডেট দিল হাওয়া অফিস

জেনে নিন বিকল্প পথ

জিরাট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড ধরে আসা যানবাহনকে টার্ফ ভিউ → গ্রেড রোড → হেস্টিংস ক্রসিং → সেন্ট জর্জেস গেট রোড → স্ট্র্যান্ড রোড → হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।

J&N Island দিক থেকে কেপি রোডে আসা যানবাহনকে ১১ ফার্লং গেট → হেস্টিংস ক্রসিং → সেন্ট জর্জেস গেট রোড → স্ট্র্যান্ড রোড → হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।

খিদিরপুর দিক থেকে সিজিআর রোডে আসা যানবাহনকে **হেস্টিংস ক্রসিং → বাম মোড় → সেন্ট জর্জেস গেট রোড → স্ট্র্যান্ড রোড → হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।

ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্টে র‌্যাম্প দিয়ে আসা সকল যানবাহনকে কে.পি. রোডের ওয়াই-পয়েন্ট → ১১ ফার্লং গেট → হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।

কলকাতা পুলিশ জানিয়েছে, প্রয়োজনে পুলিশ প্রধান সড়ক দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এই সময়সীমার মধ্যে বিদ্যাসাগর সেতুতে প্রবেশ চেষ্টা করবেন না। সময়মতো বিকল্প পথ অনুসরণ করলে যানজট এড়ানো সম্ভব।

দেখুন আরও খবর: 

Read More

Latest News