Saturday, September 6, 2025
HomeScrollতেহট্টে শিশুমৃত্যুর জেরে চাঞ্চল্য, অভিযুক্ত ভেবে পিটিয়ে খুন ২

তেহট্টে শিশুমৃত্যুর জেরে চাঞ্চল্য, অভিযুক্ত ভেবে পিটিয়ে খুন ২

এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি

নদিয়া: নদিয়ার (Nadia) তেহট্টে (Tehatta) এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হল এলাকা। জানা গিয়েছে, কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে স্থানীয় এক শিশু। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয়। শিশুর মৃত্যুর কারণ নিয়ে গ্রামে নানা জল্পনা শুরু হয়। অভিযোগ ওঠে, কিছু ব্যক্তি নাকি ওই শিশুর মৃত্যুর জন্য দায়ী (District News)।

এরপর শনিবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা অভিযুক্ত ভেবে দুই ব্যক্তিকে আটক করে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, মৃতদের মধ্যে একজন একই গ্রামের বাসিন্দা এবং অপরজন পাশের গ্রাম থেকে এসেছিলেন (Local News)।

আরও পড়ুন: পুরসভা ও অস্থায়ী কর্মীদের দ্বন্দ্বে নাজেহাল পুরুলিয়ার বাসিন্দারা!

এই ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের শীর্ষ কর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি (Local News Update)।

পুলিশ জানিয়েছে, ঘটনায় কারা যুক্ত তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। শিশুমৃত্যুর প্রকৃত কারণ জানতেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এক শিশুর মৃত্যু ঘিরে দুই নিরীহ মানুষের প্রাণহানিতে শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

দেখুন আরও খবর:

Read More

Latest News