Thursday, October 30, 2025
HomeScrollউত্তর দিনাজপুরে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা, ভিড় উপচে পড়ল কেন্দ্রে
North Dinajpur

উত্তর দিনাজপুরে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা, ভিড় উপচে পড়ল কেন্দ্রে

জেলাজুড়ে মোট ৭৮৫০ জন পরীক্ষার্থী অংশ নেন এই পরীক্ষায়

কালিয়াগঞ্জ: রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলাতেও রবিবার অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশনের (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। জেলাজুড়ে মোট ৭৮৫০ জন পরীক্ষার্থী অংশ নেন এই পরীক্ষায়। তাঁদের জন্য মোট ১৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রায়গঞ্জ মহকুমায় ১৩টি এবং ইসলামপুর মহকুমায় তিনটি কেন্দ্র রাখা হয়েছে।

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই ব্যাপক উৎসাহ চোখে পড়ে। দূরদূরান্ত থেকে পরীক্ষার্থীরা সকাল সকালই এসে পৌঁছান বিভিন্ন কেন্দ্রে। ফলে পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগেই প্রতিটি কেন্দ্রের সামনে উপচে পড়ে ভিড়। সঙ্গে আসেন বহু অভিভাবকও।

আরও পড়ুন: শান্তিপুরে কালো জামা পরে প্রতিবাদী চাকরিহারা, তুঙ্গে এসএসসি পরীক্ষার তৎপরতা

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। প্রতিটি কেন্দ্রেই মোতায়েন ছিল পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। পরীক্ষার্থীদের প্রবেশের সময় চলেছে তল্লাশি। কোনওরকম গাফিলতি যাতে না হয়, সে জন্য প্রতিটি কেন্দ্রকে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News