কলকাতা: ১৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে সল্টলেক আচার্য সদনে এসএসসির (SSC Verification) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নথিপত্র যাচাইয়ের (SSC Verification) প্রক্রিয়া শুরু হচ্ছে। ভেরিফিকেশনের জন্য কি কি নথি নিয়ে যেতে হবে তা জানাল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-ইনফরমেশন শিট যেখানে রোল নম্বর আইডি লেখা আছে তা সঙ্গে রাখতে হবে। সচিত্র পরিচয় পত্র জানার জন্য, আধার, প্যান, পাসপোর্ট এবং জাতিসংসাপত্র রাখতে হবে। শারীরিক ভাবে প্রতিবন্ধী বা ইকোনমিকালি বাকওয়ার্ড ক্লাস তাদেরও প্রত্যেকের তথ্যের কাগজ সঙ্গে রাখতে হবে। এবং প্রত্যেকটি বৈধ কাগজের তারিখ ২১/ ৭ /২০২৫ এর আগে হতে হবে।
গত শনিবার স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে। মোট ২০ হাজার ৫০০ জনেরও বেশি প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। ভেরিফিকেশন পদ্ধতি সুষ্ঠু এবং দ্রুত করার জন্য একাধিক টেবিলের ব্যবস্থা রাখছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর প্রায় ১৫ টি টেবিল রাখা হচ্ছে পুরও প্রক্রিয়ার জন্য। সকাল ৯.৩০থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। প্রত্যেকটি টেবিলের ১০০ জন করে প্রার্থীর নথি যাচাই করা হবে।
আরও পড়ুন: তালিকায় অযোগ্যর নাম নিয়ে অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী
যাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে তারা কি কি নথি নিয়ে যেতে হবে তা জানাল স্কুল সার্ভিস কমিশন হয়েছে। স্নাতকোত্তরের শংসাপত্র ও মার্কশিট অরিজিনাল রাখতে হবে প্রার্থীদের। টেট পাস সার্টিফিকেট ও ও কোথা থেকে এই টিচার ট্রেনিং নেওয়া হয়েছে তার নথি সঙ্গে আনতে হবে প্রার্থীদের। তারা যে সমস্ত জায়গায় পড়িয়েছে সেখানকার অভিজ্ঞতার চিঠির আনতে হবে প্রার্থীদের। আসল নথির পাশাপাশি জেরক্স কপিগুলিতে প্রার্থীদের সই বাধ্যতামূলক।
অন্য খবর দেখুন








