Friday, December 26, 2025
HomeScrollসুপার নিউমেরিক মামলা গেল ডিভিশন বেঞ্চে

সুপার নিউমেরিক মামলা গেল ডিভিশন বেঞ্চে

বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন

ওয়েবডেস্ক-   সুপার নিউমেরিক (Super Numeric Case)  নিয়ে মামলা ডিভিশন বেঞ্চে (Division Bench) । আপার প্রাইমারি কর্মশিক্ষা ও শরীরশিক্ষায় মোট ১৬০০ সুপার নিউমেরিক পদে ৭৫০ কর্মশিক্ষা ও ৮৫০ শরীরশিক্ষায় নিয়োগের সিদ্ধান্ত বাতিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন। ১৬০০ প্রার্থীদের মধ্য থেকে আবেদন ডিভিশন বেঞ্চে। তাদের দাবি যারা ওয়েট লিস্টেড প্রাথী তারা পরীক্ষায় পাশ করতে পারেনি। তাই একক বেঞ্চে এই ধরনের মামলা করার কোনও অধিকার নেই।

উল্লেখ্য, ২৬ হাজার নিয়োগ বাতিলের মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ না রাজ্য হাইকোর্টে সুপার নিউমেরিক পদে নিয়োগের আবেদন অনুমতি দেয়ে আবেদন করেছিল। চলতি বছরের ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ স্থগিতাদেশ বহাল রাখে। সেইসঙ্গে চলতি মাসের গোড়ার দিকে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে দেন।

আরও পড়ুন-  যুবভারতী কাণ্ডে পুলিশি তদন্তে হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। আদালত আগেই জানিয়েছিল, নিয়মিত নিয়োগের জন্য সুপার নিউমেরিক পদ তৈরি করা যায়, বিশেষ পরিস্থিতিতেই করা যেতে পারে। বিশেষ পরিস্থিতি প্রমাণিত না হওয়ার রাজ্যের সিদ্ধান্ত বাতিল হয়। এই রায়কে চ্যালেঞ্জ করে কিছু চাকরিপ্রার্থীও ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি পায়।

দেখুন আরও খবর-

Read More

Latest News