কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) সিবিআইয়ের (CBI) তদন্ত নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের পর্যবেক্ষণ, যাদের যোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে, তাঁদের চাকরিতে টিকে থাকার অধিকার নেই। ফলে সিবিআই কেন সময় মতো ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত।
আদালতের বক্তব্য, নিয়োগে স্বচ্ছতা না থাকলে শিক্ষা ব্যবস্থার ভিত্তি নড়বড়ে হয়ে যায়। অভিযুক্ত প্রার্থীরা অবৈধভাবে চাকরি ধরে রাখতে পারেন না। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, নিরপেক্ষ তদন্ত ছাড়া এই মামলার যথাযথ সমাধান সম্ভব নয়।
আরও পড়ুন: ৩৫০ বছরের প্রাচীন, বাঁকুড়ার এই পুজোয় জড়িয়ে মনসামঙ্গলের স্মৃতি!
এই পর্যবেক্ষণের পর মামলার ভবিষ্যৎ শুনানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা কার্যত স্পষ্ট। আদালতের নির্দেশে যদি অভিযুক্তদের চাকরি খারিজ হয়, তবে তা হবে রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়।
আইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের এই মন্তব্য শুধু অভিযুক্তদের ওপরই নয়, সিবিআই-এর কার্যকারিতা নিয়েও চাপ সৃষ্টি করবে। ফলে আগামী দিনে তদন্ত আরও দ্রুতগতিতে এগোবে বলেই মনে করা হচ্ছে।
দেখুন আরও খবর: