ওয়েব ডেস্ক: দিল্লির (Delhi) কালকাজি মন্দিরে এক সেবায়েতকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে চাঞ্চল্য। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মন্দির চত্বরে কোনও কারণে বিবাদের জেরে কয়েকজন ব্যক্তি সেবায়েতকে লক্ষ্য করে আক্রমণ চালায়। গুরুতরভাবে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শিমলা ও কুলুতে হড়পা বানের তাণ্ডব! ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি, স্তব্ধ যান চলাচল
कालकाजी मंदिर के अंदर सेवादार की निर्मम हत्या करने से पहले इन बदमाशों के हाथ नहीं कांपे? ये कानून व्यवस्था की विफलता नहीं तो और क्या है?
भाजपा के चारों इंजनों ने दिल्ली का ये हाल कर दिया है कि अब मंदिरों में भी ऐसी वारदातें हो रही हैं। क्या दिल्ली में कोई सुरक्षित है भी या नहीं… https://t.co/0WbyjP5Cus
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 30, 2025
ঘটনার পর দ্রুত তদন্তে নামে পুলিশ এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে অভিযুক্তদের সনাক্ত করা হয়। রবিবার ভোরেই একাধিক স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনের আসল কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে।
দেখুন আরও খবর: