কলকাতা: দুর্গাপুর মহকুমা আদালতের (Durgapur Mahakuma Court) নয়া ভবনের উদ্বোধন করলেন হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। শনিবার সকালে উদ্বোধন হয় নতুন ভবনের। দুর্গাপুর মহকুমা আদালতের এই ভবনটি রাজ্যের প্রথম মডেল কোর্ট।
নতুন ভবনটির নকশা ও পরিকাঠামো বিশেষভাবে তৈরি করা হয়েছে আধুনিক চাহিদা মাথায় রেখে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, এবং সাধারণ মানুষের সুবিধার্থে সহজ যোগাযোগ পরিকাঠামো- সব মিলিয়ে আদালত ভবনটিকে একেবারে নতুন রূপ দেওয়া হয়েছে। বিচারপ্রার্থীরা যাতে দ্রুত পরিষেবা পান এবং মামলার নিষ্পত্তি আরও কার্যকর হয়, সেই দিকেই বিশেষ জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপ সরলেও এখনই দুর্যোগ কাটবে না, ফের বৃষ্টির পূর্বাভাস
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্ট ও জেলা আদালতের একাধিক বিচারপতি, আইনজীবী, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রধান বিচারপতি উদ্বোধন পর্বে বলেন, “মডেল কোর্ট ব্যবস্থা চালু হলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।”
প্রসঙ্গত, রাজ্যের মধ্যে এটিই প্রথম মডেল কোর্ট হলেও ভবিষ্যতে ধাপে ধাপে অন্যান্য জেলায়ও এ ধরনের আধুনিক আদালত চালু করার পরিকল্পনা রয়েছে। দুর্গাপুরের মানুষ এই ঐতিহাসিক সূচনাকে ঘিরে যথেষ্ট উচ্ছ্বসিত।
দেখুন আরও খবর: