Monday, October 27, 2025
HomeScrollসপ্তাহের প্রথম দিনই হাতে এল ছোট পর্দার টিআরপি তালিকা! কে কোন স্থান...
Television

সপ্তাহের প্রথম দিনই হাতে এল ছোট পর্দার টিআরপি তালিকা! কে কোন স্থান দখল করল!

টিআরপি লিস্টে সেরার সেরা পরিণীতা

ওয়েব ডেস্ক: কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, টানা ছুটির জেরে গত সপ্তাহের টিআরপি তালিকা সামনে আসেনি। নতুন সপ্তাহের প্রথম দিনই হাতে আসল নজরকাড়া গরমাগরম টিআরপি লিস্ট। কার দখলে রইল ছোট পর্দা? কে কোন স্থান দখল করল!

চলুন দেখে নেই এক নজরে…

নতুন সপ্তাহের প্রথম দিনই হাতে এল টিআরপি লিস্ট। এই সপ্তাহের টিআরপি লিস্টে সেরার সেরা পরিণীতা। ৭.৫ নম্বর নিয়ে শীর্ষস্থানে পরিণীতা। অন্যদিকে বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরোনো মেগা জগদ্ধাত্রী এই সপ্তাহেও রেটিং চার্টে দ্বিতীয়স্থানে রয়েছে। আর্য-অপর্ণার রহস্যে মোড়া গল্পের জল কতদূর গড়ায়, তা হা করে গিলেছে দর্শক। ৬.৫ নম্বর নিয়ে তৃতীয়স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার। চতুর্থস্থান ভাগ করে নিয়েছে জি বাংলার ‘ফুলকি’ এবং স্টার জলসার ‘পরশুরাম’। অন্যদিকে, ৬.২ নম্বর নিয়ে পঞ্চমস্থানে রয়েছেন ‘দাদামণি। ষষ্ঠস্থান দখলে রেখেছে রাঙামতি তীরন্দাজ। সপ্তম স্থানে রয়েছে জোয়ার ভাঁটা ও রাজরাজেশ্বরী রাণী ভবানী । ৫.৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে রণিতা দাস ও বিশ্বজিতের ও মোর দরদিয়া। নবম হয়েছে চিরসখা ও লক্ষ্মী ঝাঁপি। অন্যদিকে দশম স্থান দখল করলে তুই আমার হিরো।

আরও পড়ুন: দুই দশক পর একসঙ্গে পর্দায় ঋতুপর্ণা ও মমতা শঙ্কর

  • প্রথম- পরিণীতা ৭.৫
  • দ্বিতীয়- জগদ্ধাত্রী ৬.৭
  • তৃতীয়- চিরদিনই তুমি যে আমার ৬.৫
  • চতুর্থ- ফুলকি/পরশুরাম ৬.৪
  • পঞ্চম- দাদামণি ৬.২
  • ষষ্ঠ- রাঙামতি তীরন্দাজ ৬.১
  • সপ্তম- জোয়ার ভাঁটা/রাজরাজেশ্বরী রাণী ভবানী ৫.৯
  • অষ্টম- ও মোর দরদিয়া ৫.৫
  • নবম- চিরসখা/ লক্ষ্মী ঝাঁপি ৫.২
  • দশম- তুই আমার হিরো ৫.০

দেখুন খবর:

Read More

Latest News