ওয়েব ডেস্ক : পেরিয়ে গিয়েছে ১০ হাজার বছর। এত বছর পর ফের জেগে উঠল ইথিওপিয়ার আগ্নেয়গিরি (Ethiopia volcano)। আর সেই অগ্নুৎপাতের ছাই এসে পৌঁছল দিল্লিতে (Delhi)। এর ফলে রাজধানীতে বিমান চলাচল ব্যহত হতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দিল্লি থেকে এই ছাই উত্তর-পূর্ব দিকে যাচ্ছে বলে জানা যাচ্ছে।
এর ফলে সতর্কবার্তা জারি করা হয়েছে ডিজিসিএ (DGCA)-র তরফে। নির্দেশ দিয়ে বলা হয়েছে, আগ্নেয়গিরি (Volcano) থেকে যে জায়গাগুলি থেকে বেশিমাত্রায় ছাই বেরচ্ছে, সেই জায়গাগুলি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কতটা উচ্চতায় বিমান ওড়ানো যাবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, বিমানের মধ্যে যদি কোনও রকমের গন্ধ পাওয়া যায়, অথবা বিমানের ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিকল হয়, তাহলে সঙ্গে সঙ্গে জানাতে হবে।
আরও খবর : রাম মন্দিরে ধ্বজা উত্তোলন নরেন্দ্র মোদির
আবহবিদরা জানাচ্ছেন, সোমবার রাতেই যোধপুর-জয়সলমের প্রবেশ করেছে ইথিওপিয়ার ছাই। দিল্লির পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানাতেও এই ছাই দেখা যেতে পারে। যার কারণে আকাশকে কিছুটা হলেও ঘোলাটে দেখাতে পারে। আবহবিদরা আরও জানাচ্ছেন, যেহেতু ভূপৃষ্ঠ থেকে ২৫ হাজার ফুট উচ্চতায় রয়েছে এই ছাইগুলি। সেই কারণে দূষণজনিত সমস্যা নাও দেখা দিতে পারে।
প্রসঙ্গত, দশ হাজার বছর আগে জেগে উঠেছিল ইথিওপিয়ার আগ্নেয়গিরি (Ethiopia volcano)। তার পর আবার সেখান থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। এটিকে বিরল ঐতিহাসিক ও প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। যে আগ্নেয়গিরি থেকে এই অগ্নুৎপাত হয়েছে, সেটির নাম হল ‘হেলি গুব্বি’। রবিবার জেগে ওঠে আগ্নেয়গিরি। যার কারণে বিশ্বের উড়ান চলাচল ব্যহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দেখুন অন্য খবর :







