কলকাতা: বিহারের উদাহরণ টেনে রাজ্যের বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস (Aroop Biswas)। চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের অনুরোধ করেন তিনি। অভিযোগ, বুথ লেবেল অফিসারদের হুমকি দেওয়া ভয় দেখানো যা অপরাধ। সেই সঙ্গে আর কেউ যাতে আগামী দিনে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কোনও সরকারি কর্মীকে ভয় দেখাতে না-পারেন, তা নিশ্চিত করতেও বলা হয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতার বুথ লেবেল অফিসারদের হুমকি দেওয়া ভয় দেখাচ্ছেন। অরূপ লিখেছেন, ‘‘আমাদের ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার দায়িত্ব যে সমস্ত সরকারি কর্মীকে। খুব পরিকল্পিত ভাবে তাঁদের ভয় দেখানো হচ্ছে। চিঠিতে নির্বাচন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে বলেন সরকারি নির্বাচন কর্মীদের ভয় দেখানো হয়েছে। এই প্রবনতা নিয়ন্ত্রণ করা না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় বিপদ ডেকে আনবে।বিএলও দের শাস্তি পেতে হবে এই ভাষা। এসআইআর চলা কালীন এটি সরকারি কর্মীদের ভয় দেখানোর সামিল। যা ভারতীয় দন্ডবিধির ৫০৬ ধারায় অপরাধমূলক ভয় দেখানোর সামিল।
আরও পড়ুন: মাদারিহাটের BDO-র সঙ্গে সাংসদ মনোজ টিগ্গার বিতর্ক, তুলকালাম কাণ্ড
এই বিষয়ে একদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্বাচন কর্মীদের হয়রানি যাতে না হয় তা নিশ্চিত করা ও নির্বাচনে যুক্ত থাকা কর্মীদের ভয় দেখানো নির্বাচন আচরনবিধি ভঙ্গ করার সামিল তা স্মরন করিয়ে দেওয়া ও ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে,ঘটলে বরদাস্ত করা হবে না তা জানিয়ে দেওয়া। নির্বাচনী কর্তাদের নিরাপত্তা ও সচ্ছতা বজায় রাখা ও কর্মীদের মনে আস্থা সকলের কাছে আস্থা দেওয়া যা রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ ও নিরাপদ এই বার্তা পৌছান।
দেখুন ভিডিও






