Wednesday, September 3, 2025
HomeScrollডোরিনা ক্রসিং থেকে ভাষা আন্দোলনের মঞ্চ সরাল তৃণমূল

ডোরিনা ক্রসিং থেকে ভাষা আন্দোলনের মঞ্চ সরাল তৃণমূল

নিরাপত্তার স্বার্থেই ওই এলাকায় বড় জমায়েত অনুমোদন সম্ভব নয়

কলকাতা: কলকাতার (Kolkata) ধর্মতলায় (Dharmatala) ভাষা আন্দোলনের মঞ্চ গড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছিল চাপানউতর। সেনাবাহিনীর অনড় অবস্থানের জেরে শেষ পর্যন্ত স্থান পরিবর্তন করল তৃণমূল কংগ্রেস (Trinamool)। দলের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ডোরিনা ক্রসিংয়েই (Dorina Crossing) হবে ভাষা আন্দোলনের কর্মসূচি।

সূত্রের খবর, ধর্মতলা এলাকায় সেনাবাহিনীর নানা কার্যক্রম থাকায় সেখানে মঞ্চ তৈরি নিয়ে আপত্তি জানানো হয়। সেনা কর্তৃপক্ষের বক্তব্য, নিরাপত্তার স্বার্থেই ওই এলাকায় বড় জমায়েত অনুমোদন করা সম্ভব নয়। তৃণমূল অবশ্য প্রথমে অবস্থান থেকে সরে আসতে নারাজ ছিল। কিন্তু পরিস্থিতি ঘোলা হওয়ায় শেষ পর্যন্ত বিকল্প জায়গা বেছে নিতে বাধ্য হয় শাসকদল।

আরও পড়ুন: মঞ্চ খোলার প্রতিবাদে মেয়ো রোডে মুখ্যমন্ত্রী

দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, কর্মসূচি পালনের জায়গা বদলালেও আন্দোলনের তাৎপর্য একটুও কমবে না। রাজ্যজুড়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা ও ভাষা আন্দোলনের দাবিকে সামনে রেখেই আন্দোলন জারি থাকবে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই বাংলার ভাষা ও সংস্কৃতির প্রশ্নে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে আসছে। এবার ধর্মতলায় মঞ্চ গড়ে তা আরও জোরদার করার পরিকল্পনা ছিল। তবে সেনার আপত্তির কারণে স্থানান্তরের সিদ্ধান্ত নিতে হলো।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা প্রশাসনিক সমন্বয়হীনতার ইঙ্গিত দিচ্ছে। যদিও তৃণমূল শিবির স্পষ্ট জানিয়েছে, আন্দোলনের মূল লক্ষ্য থেকে তাঁদের একচুলও নড়চড় হবে না।

দেখুন আরও খবর:

Read More

Latest News