Friday, October 10, 2025
HomeScrollদুদিন পার, দক্ষিণ কাশ্মীরের অরণ্যে নিখোঁজ ২ অগ্নিবীর জওয়ান
South Kashmir Missing Agnivir Jawan

দুদিন পার, দক্ষিণ কাশ্মীরের অরণ্যে নিখোঁজ ২ অগ্নিবীর জওয়ান

কিশতওয়ার অনন্তনাগের মধ্যবর্তী বনাঞ্চলে অভিযানের সময় নিখোঁজ

ওয়েবডেস্ক- দক্ষিণ কাশ্মীরের (South Kashmir)  অরণ্যে (Forest) নিখোঁজ দুই সেনা কমান্ডো (Two Army commandos)। এখনও পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে যৌথ অভিযান জারি আছে। গত ৬ অক্টোবর গাদোল অরণ্যের অভিযান চালানো সময় ৫ প্যারা ফোর্সের (5 PARA unit)  দুই সেনা জওয়ান নিখোঁজ হয়ে যান।

দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগের ঘন গাদোল বনাঞ্চলে সোমবার থেকে অভিজাত ৫ PARA ইউনিটের দুই সেনা কমান্ডো নিখোঁজ হওয়ার পর যৌথ নিরাপত্তা বাহিনী ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, নিখোঁজ কর্মীরা হলেন অগ্নিবীর জওয়ান (Agnivir Jawan) 

আরও পড়ুন- আত্মনির্ভর ভারতের সংকল্পে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

৬ অক্টোবর সন্ধ্যায় কিশতওয়ার এবং অনন্তনাগের মধ্যবর্তী বনাঞ্চলে অভিযান চলছিল। সেই সময় দুই জওয়ান নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ জওয়ানের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে। সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একাধিক ইউনিট, আকাশপথে পর্যবেক্ষণ চালাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, অভিযানের সময় পথভ্রষ্ট হতে গেছে ওই দুই জওয়ান।

দেখুন আরও খবর-

Read More

Latest News