পশ্চিম মেদিনীপুর: রবিবার স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও ক্ষোভ উগরে দিলেন চাকরিহারা শিক্ষকরা। কেশপুর (Keshpur) লক্ষ্মীনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী কৃষ্ণ গোপাল চক্রবর্তী জানালেন, “পরীক্ষা আমরা দিচ্ছি, কিন্তু আন্দোলন থামবে না (District News)।”
আন্দোলনের অংশ হিসেবে পরীক্ষার্থীরা কালো জামা পরে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। কৃষ্ণবাবুর বক্তব্য, “আমরা একবার যোগ্যতা অর্জন করে আট বছরের বেশি শিক্ষকতা করেছি। আবার পরীক্ষা মানে আমাদের ন্যায্য চাকরি খোওয়া। প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।”
আরও পড়ুন: যাত্রী তোলা নিয়ে টোটো-বাস কর্মীদের সংঘর্ষ, ধর্মঘটে বন্ধ বাস চলাচল
তিনি প্রশ্ন তোলেন, “হরিয়ানায় দুর্নীতির দায়ে মুখ্যমন্ত্রী জেলে গেলেও চাকরি করা শিক্ষকরা বহাল আছেন। কিন্তু বাংলায় উল্টো নিয়ম কেন?” তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত টেন্টেড ক্যান্ডিডেটদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি এসএসসি। আলাদা বিজ্ঞপ্তি জারি হলে ফ্রেশার পরীক্ষার্থীরাও সুযোগ পেতেন। পরীক্ষা শেষে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন চাকরিহারা শিক্ষকরা।
দেখুন আরও খবর: