নদিয়া: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) আগে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতার দাবি জানিয়ে পথে নামল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি (ডব্লিউবিপিসিসি)। দলের অভিযোগ, নির্বাচন কমিশনের Special Intensive Revision (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভুয়ো ও ডুপ্লিকেট নাম রয়ে গেছে, অথচ বহু প্রকৃত ভোটারের নাম একতরফাভাবে বাদ পড়েছে (District news)।
প্রদেশ কংগ্রেসের দাবি, বিহারের ভোটার তালিকায় প্রায় ১৪ লক্ষের বেশি সন্দেহজনক ভোটার চিহ্নিত হয়েছে। এর মধ্যে সাড়ে তিন লক্ষ ভোটারের একাধিক EPIC নম্বর রয়েছে, এবং বহু মৃত বা অস্তিত্বহীন ভোটারের নামও তালিকায় রয়ে গেছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের ত্রাণ সংগ্রহে তৎপর শান্তিপুরের বিজেপির কর্মী-সমর্থকেরা
কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশে অনিচ্ছুক। প্রথম পর্যায়ে ৬৫ লক্ষ নাম বাদ পড়ে, পরে আরও ৩.৬৬ লক্ষ নাম মুছে যায়—ফলে মোট ৪৭ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ তুলেছে দলটি।
এই ইস্যুতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে এদিন নদিয়ার শান্তিপুরসহ জেলার বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর অভিযান শুরু করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, “ভোটার তালিকা পরিশুদ্ধির নামে প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।”
দেখুন আরও খবর: