Sunday, October 12, 2025
HomeScrollবিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ-এর অনুষ্ঠান, কোথায়?
Kalyani

বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ-এর অনুষ্ঠান, কোথায়?

গয়েশপুরে পুলিশ ও ‘স্পন্দন’ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ

নদীয়া: কল্যাণী (Kalyani) থানার গয়েশপুর (Gayeshpur) ফাঁড়ির পুলিশ সম্প্রতি সামাজিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ করেছেন। এই কার্যক্রমে স্থানীয় ‘স্পন্দন’ (Spandan) সংস্থার সঙ্গে একত্রে কাজ করা হয়।

আরও পড়ুন: আংরাভাসা সেতু মেরামতের কাজকে ঘিরে বিতর্ক, কী অভিযোগ?

পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৮০ জন, ৪৪ জন এবং ১২৪ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয়েছে। বিশেষভাবে ‘Augenmerk’ দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষদের প্রতি। তারা নতুন চশমা পেয়ে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News