ওয়েব ডেস্ক : বর্তমানে গোটা বিশ্ব শাসন করছে এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। এ নিয়ে গোটা বিশ্বে চলছে লড়াই। কে কতটা এগিয়ে থাকবে এই প্রযুক্তিতে তা নিয়ে মূলত লড়াই চলছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও অগ্রগতির দৌড়ে কোন স্থানে রয়েছে ভারত (India)? দেখে নেওয়া যাক।
কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার ও অগ্রগতির দৌড়ে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (America)। স্ট্যানফোর্ডের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর এআই শক্তিধর দেশ আমেরিকা। সেখানে গুগল, মাইক্রোসফট, ওপেনএআই এবং এনভিডিয়ার মতো সংস্থা তৈরি হয়েছে। এর পাশপাশি বিভিন্ন ক্ষেত্রে এআই বিপ্লবের নেতৃত্ব দিয়ে চলেছে আমেরিকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন (China)। তাদের স্কোর ৪০.১৭। এই দেশ জেনারেটিভ এআই গ্রহণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে। তৃতীয়স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম (United Kingdom)। তাদের স্কোর ২৭.২১। এই দেশের এআই উদ্ভাবন, গবেষণা শক্তিশালী। স্বাস্থ্য ও গবেষণায় গোটা বিশ্বে প্রশংসিত যুক্তরাজ্য।
আরও খবর : ভারতের উপর শুল্ক চাপাতে জি৭ দেশগুলিকে পরামর্শ ট্রাম্পের!
এর পরেই ২৫.৫৪ স্কোর নিয়ে চতুর্থস্থানে রয়েছে ভারত (India)। বর্তমানে এইআই শক্তিধর দেশ হিসাবে নিজেকে পরিণত করছে। ভারতের বড় কোম্পানিগুলি এআইতে বড় ধরণের বিনিয়োগও করেছে। এর পাশপাশি ভারত সরকার “IndiaAI” উদ্যোগের মাধ্যমে গবেষণা ও শিল্পখাতে এআই ব্যবহারের প্রসার ঘটাচ্ছে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে এআই-এর প্রয়োগ দ্রুত বাড়ছে।
এই তালিকায় ২২.৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates)। এই দেশটি সবচেয়ে কম্পিউট ক্ষমতার অধিকারী। এর পরেই ২২.৫৪ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ফ্রান্স (France)। বর্তমানে এইআই গবেষণার পাশাপাশি এথিক্স বা নৈতিকতা এবং অটোমেশনেরর উপরেও গুরুত্ব দিচ্ছে সে দেশের সরকার। এআই যাতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় তার জন্য তহবিলও গঠন করা হয়েছে। তালিকায় সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (South Korea)। তাদের স্কোর ২০.৪৮। এই দেশে রোবোটিক্স, অটোমেশন এবং কনজিউমার ইলেকট্রনিক্সে বেশ শক্তিশালী।
দেখুন অন্য খবর :