Wednesday, July 30, 2025
Home Scroll নেই কোনও পুরুষ, হিমাচলে ‘নজরবন্দি’ ঋতুপর্ণা!

নেই কোনও পুরুষ, হিমাচলে ‘নজরবন্দি’ ঋতুপর্ণা!

নেই কোনও পুরুষ, হিমাচলে ‘নজরবন্দি’ ঋতুপর্ণা!

কলকাতা: পাহাড়ে ‘নজরবন্দি’ ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)! ছবিতে থাকবে না কোনও পুরুষ চরিত্র। শুধুই মেয়েদের নিয়ে ক্রাইম থ্রিলার তৈরি করতে চলেছেন পরিচালক দেবারতি ভৌমিক (Debarati Bhowmick)। সেই ছবির জন্য ঋতুপর্ণা-দর্শনা-রাজনন্দিনী এখন পাহাড়ে ব্যস্ত শ্যুটিংয়ে। পরিচালক দেবারতি ভৌমিকের নতুন সিনেমা ‘নজরবন্দি’র (Najarbandi Movie) শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত ঋতুপর্ণা সেনগুপ্ত, দর্শনা বণিক (Darshana Banik) এবং রাজনন্দিনী পাল (Rajnandini Pal)।

পরিচালক দেবারতি ভৌমিকের নতুন সিনেমার শ্যুটিংয়ের কাজে হিমাচলে ব্যস্ত। এই মুহূর্তে হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে এই সিনেমার কাজ চলছে। এই প্রথমবার কোনও ছবিতে থাকবে না কোনও পুরুষ চরিত্র। এক মহিলা পরিচালকের পরিচালনায় শুধুমাত্র মহিলা অভিনীত একটি ক্রাইম তৈরি হতে চলেছে ‘নজরবন্দি’। পরিচালক দেবারতির কথায়, তিনি নিজেই ক্রাইম থ্রিলারের বিশাল বড় ভক্ত। তাই সব সময় চেয়েছিলাম নতুন কিছু তৈরি করতে। এই সিনেমায় পুরুষ চরিত্র নেই। শুধু মাত্র মহিলাদের নিয়ে তৈরি এই সিনেমা। সিনেমায় অনামিকা সেনগুপ্ত নামে এক ধনী চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার বাড়ির ভাড়াটের চরিত্রে অভিনয় করবেন দর্শনা (নম্রতা) এবং রাজনন্দিনী (নন্দিনী)। ঋতুপর্ণার মেয়ের চরিত্রে অভিনয় করবেন লাবনী।

আরও পড়ুন: বালি ট্রিপে শাহরুখ-কন্যা সুহানার সঙ্গী কে!

সাইবার ক্রাইম নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ইচ্ছা নিয়ে পরিচালক দেবারতি ভৌমিক আসছেন তার নয়া সিনেমা নিয়ে। সিনেমায় অনামিকা সেনগুপ্ত নামে এক ধনী চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার বাড়ির ভাড়াটের চরিত্রে অভিনয় করবেন দর্শনা (নম্রতা) এবং রাজনন্দিনী (নন্দিনী)। ঋতুপর্ণার মেয়ের চরিত্রে অভিনয় করবেন লাবনী। ঋতুপর্ণা বলেন, ‘সিনেমাটির গল্প প্রথম থেকেই আমার ভীষণ ভালো লেগেছে। তাঁর জন্য এই ছবি খুবই স্পেশাল।

অন্য খবর দেখুন


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39