ভক্তি দে, উত্তর চব্বিশ পরগনা (বারাসাত): সরকারি ব্যাঙ্কের (Government Bank) সাব স্টেশন (Sub Station) খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত যুবক। দত্তপুকুর থানার (Duttapukur Thana) পূর্ব খিলকাপুর অঞ্চলের (East Khilkapur Region) অন্তর্গত পালপাড়িয়া গ্রামের ঘটনা। স্থানীয় যুবক মহিম আলী ব্যাঙ্ক অফ বরোদার শাখা (Bank Of Baroda Branch) খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ।
স্থানীয় মানুষের দাবি, তারা স্থানীয় যুবক বলে ভরসা করেছিলেন। রাষ্ট্রীয়ত্ব ব্যাঙ্কের ভরসায় তারা টাকা জমা রেখেছিলেন। ব্যাঙ্কে টাকা রেখেও যে প্রতারিত হবেন, তা তারা বুঝতে পারেননি।
স্থানীয় মানুষের আরও দাবি, কারোর এফ ডি টাকা কারুর বা ব্যাঙ্কে জমা রাখা টাকা বেআইনিভাবে ওই যুবক তুলে নিয়েছে। পরবর্তী সময়ে এই গোটা ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় পরে দত্তপুকুর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
আরও পড়ুন- দুর্গাপুজোর প্রাক্কালে দামোদরে মহালয়ার তর্পণ, প্রশাসনের বিশেষ নজরদারি
স্থানীয় মানুষের আরও দাবি এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার হাত আছে পুরো ঘটনায়। এখন এলাকার সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে।
দেখুন আরও খবর-