Friday, October 10, 2025
HomeScrollবিদ্যুৎ সামগ্রী ফেরত না দেওয়াকে কেন্দ্র করে যুবকের উপর লাঠিচার্জ
Nadia

বিদ্যুৎ সামগ্রী ফেরত না দেওয়াকে কেন্দ্র করে যুবকের উপর লাঠিচার্জ

খুনের চেষ্টার অভিযোগ তিনজনের বিরুদ্ধে রানাঘাটে

রানাঘাট: রানাঘাটে (Ranaghat) দুর্গাপুজোকে (Durga Puja) কেন্দ্র করে উত্তেজনা। বিদ্যুৎ সামগ্রী ফেরত দিতে না পারার জেরে এক যুবককে মাথায় লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে (District News)।

সূত্রের খবর, রানাঘাট ঘটকপাড়ার বাসিন্দা এক যুবক এবছর রানাঘাট ভারতী সংঘ বারোয়ারী পুজো কমিটির লাইট ও মাইক ভাড়ার দায়িত্ব নিয়েছিলেন। ওই যুবক ইলেকট্রিক লাইট লাগানোর জন্য রামানুজ শ্রীমনি ও অনির্বান বিশ্বাসের ছেলের কাছ থেকে হাত ভাড়া নিয়েছিলেন লাইট।

আরও পড়ুন: SIR ইস্যুতে জেলার রাজনীতিতেও শুরু রাজনৈতিক তরজা

-অভিযোগ, পুজো শেষ হলেও পূজা কমিটি এখনও পর্যন্ত না দিয়েছে তার প্রাপ্য টাকা, না ফিরিয়েছে ভাড়ায় নেওয়া সামগ্রী। ফলে ওই লাইটগুলি ফেরত দিতে পারছিলেন না যুবক। এই নিয়েই গত কয়েকদিন ধরে রামানুজ, অনির্বান ও তার ছেলে নানাভাবে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ।

মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবককে একা পেয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে অনির্বান বিশ্বাসের ছেলে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News