Saturday, November 1, 2025
HomeScrollমার্কেট ক্যাপে সুইগিকে টপকে এগিয়ে গেল জোম্যাটো
Zomato overtakes Swiggy

মার্কেট ক্যাপে সুইগিকে টপকে এগিয়ে গেল জোম্যাটো

সুইগি এখন ক্ষতির খাতায়

ওয়েব ডেস্ক: দেশের অনলাইন খাবার সরবরাহ (Online Food Delivery) বাজারে ফের পালাবদল। সুইগিকে (Swiggy) পিছনে ফেলে মার্কেট ক্যাপিটালাইজেশনে এগিয়ে গেল জোম্যাটো (Zomato)। শেয়ারবাজারে (Share Market) ক্রমবর্ধমান মুনাফা ও গ্রাহকভিত্তি বৃদ্ধির জেরে জোম্যাটো এখন ভারতের শীর্ষ ফুড ডেলিভারি সংস্থা।

বিশ্লেষকদের মতে, গত কয়েক ত্রৈমাসিকে জোম্যাটোর লাভ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সংস্থাটি আরও বেশি সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং নিয়মিত অর্ডারের হারও বেড়েছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী সুইগি এখনও ক্ষতির খাতায়, যদিও প্রতি অর্ডারে গড় খরচ জোম্যাটোর তুলনায় বেশি।

আরও পড়ুন: “বিহারী পরিচয়টাই লজ্জার…,” ভোটের আগে বিরাট মন্তব্য নীতীশের

বাজার পর্যবেক্ষকদের ধারণা, জোম্যাটোর সাফল্যের পেছনে রয়েছে সুসংগঠিত লজিস্টিক্স, খরচ নিয়ন্ত্রণ এবং ‘জোম্যাটো গোল্ড’ বা ‘জোম্যাটো পে’-এর মতো গ্রাহককেন্দ্রিক পরিষেবা। অন্যদিকে, সুইগি এখন বড় শহরগুলিতে বেশি দামী অর্ডারের ওপর নির্ভর করছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সুইগির নতুন ‘ইনস্টামার্ট’ ও ১০-মিনিট ডেলিভারি উদ্যোগ তাদের বাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে। আগামী মাসগুলিতে উৎসব মরশুমের বিক্রি এই দুই সংস্থার বাজার অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত বিশ্লেষকদের।

দেখুন আরও খবর: 

Read More

Latest News