ওয়েব ডেক্স: আজ মৌনী অমাবস্যা (Mauni Amavasya 2025)। মাঘ মাসের এই অমাবস্যার অন্য মাহাত্ম্য রয়েছে হিন্দু ধর্মে। শাস্ত্র মতে, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দান ও স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে কেন অন্যরকম গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যা? প্রচলিত বিশ্বাসে, ঋষি মনু এই তিথিতে জন্মেছিলেন বলে এটির নাম হয়েছে মৌনী অমাবস্যা। এদিন বিশেষ পুজোপাঠের পাশাপাশি দান ও মৌনব্রত পালন করে অনেকে। বিনাশ হয় অশুভ শক্তির। মহাকুম্ভেও মৌনী অমাবস্যা উপলক্ষে জড়ো হয়েছে বহু ভক্ত।
চলতি বছর মৌনী অমাবস্যায় রয়েছে বিশেষ যোগ। ত্রিবেণী যোগ (Triveni Yog)। এই সময় ভাগ্য উজ্জ্বল হতে পারে তিন রাশির জাতকের। কোন কোন রাশির ভাগ্য খুলতেই চলেছে।
আরও পড়ুন: ব্যবসায় সাফল্য, কর্মক্ষেত্রে প্রশংসা পাবে এই রাশির জাতক
বৃষ রাশি: আপনার রাশি বৃষ হলে জীবনের অনেক সমস্যার সমাধান আজ হতে পারে। মনে এক অদ্ভুত তৃপ্তি আসবে। কর্মক্ষেত্রের বাঁধাগুলি নিরাময় হবে। পছন্দের কাজ পাওয়ার সম্ভবনা। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদও মিটতে পারে।
কর্কট রাশি: কর্কট রাশির ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ ভালো কোনও খবর পেতে পারেন। অংশীদারি কারবারে বিশেষ লাভের যোগ। অর্থলাভের সম্ভবনা। দাম্পত্য জীবনে থাকবে সুখের দোসর। মজবুত হবে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক।
মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সময়। মৌনী অমাবস্যায় ত্রিগ্রহী যোগ গঠিত হওয়ার কারণে মকর রাশির জাতকদের জীবনে আসবে আনন্দের ঢেউ। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তিলাভ, পরিবারের তরফ থেকেও মিলবে সুখবর। এই তিথিতে সম্পত্তি বৃদ্ধির যোগ।
দেখুন আরও খবর: