Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollনেপালের পরিস্থিতি নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Mamata Banerjee

নেপালের পরিস্থিতি নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

'প্রতিবেশী দেশে শান্তি বজায় থাকুক'

নেপাল: উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। নেপালের (Nepal) পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তিনি। গতকাল থেকেই অশান্ত নেপাল। এই পরিস্থিতিতে পদত্যাগ করেন সেখানকার প্রধানমন্ত্রী (Prime minister)। তারপরও একের পর এক চলছে হামলা। চলছে গুলি।

আজ, উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerejee)। আর তার আগেই নেপাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন তিনি। তিনি বলেন, “নেপাল নিয়ে কোনও মন্তব্য করব না। প্রতিবেশী দেশে শান্তি বজায় থাক। প্রতিবেশী রাষ্ট্র নেপালকে আমরা ভালবাসি। শিলিগুড়ি, কালিম্পং- এ নেপাল সীমান্ত রয়েছে।” মুখ্যমন্ত্রীর কথায়, ”নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা  কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।” মুখ্যমন্ত্রীর আরও সতর্কবার্তা, রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন এই মুহূর্তে নেপালে না যান।

আরও পড়ুন: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ

প্রসঙ্গত, সরকার দুর্নীতি রুখতে ব্যর্থ, উল্টে সাধারণ মানুষের মুখ বন্ধ করতে সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করছে। এই অভিযোগে গতকাল থেকেই উত্তপ্ত নেপাল। রাস্তায় নামেন হাজার হাজার তরুণ- তরুণী। কিন্তু সেই প্রতিবাদ – বিক্ষোভ চোখের নিমেষে বড় সংঘর্ষের আকার নেয়। চলে গুলি, ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। সোমবার সন্ধ্যায় মন্ত্রীসভায় জরিুরী বৈঠকও ডাকা হয়। জারি করা হয় অনির্দিষ্টকালের জন্য কার্ফু।  মঙ্গলবার সকালেও সেই ছবির বদল নেই। এই পরিস্থিতিতে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রীব কেপি শর্মা ওলি। সেনা প্রধানের নির্দেশের পরই পদত্যাগ করেন।  প্রতিমুহুপ্তে পরিস্থিতি বদলে যাচ্ছে। জনরোষে অগ্নিগর্ভ পরিস্থিতিতে মুহুর্মুহু হামলা।

দেখুন খবর:

Read More

Latest News