Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট
Kolkata Metro

ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট

শহিদ ক্ষুদিরাম থেকে দেরিতে ছাড়ল ট্রেন

কলকাতা: ফের অফিস টাইমে মেট্রো (Kolkata Metro) পরিষেবায় বিভ্রাট। অভিযোগ, শহিদ ক্ষুদিরাম স্টেশন (Shahid Khudiram) থেকে নির্ধারিত সময়ে ছাড়েনি ট্রেন। যাত্রীদের দাবি, প্রায় ১৮–২০ মিনিট দেরিতে মেট্রো ছাড়ায় সকালবেলার ব্যস্ত সময়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বহু অফিসযাত্রীকে।

হঠাৎ এই বিলম্বে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। অভিযোগ, প্রায়ই অফিস টাইমে মেট্রোতে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। অথচ সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি। নিয়মিত দেরির কারণে অনেকের কাজে পৌঁছতে অসুবিধা হচ্ছে। যাত্রীরা প্রশ্ন তুলছেন—শহরের অন্যতম প্রধান জনপরিবহন ব্যবস্থা হয়েও কেন সময়নিষ্ঠ হতে পারছে না মেট্রো রেল।

আরও পড়ুন: নদীর বাঁধের বেহাল দশা আতঙ্কে এলাকাবাসী

অফিসযাত্রীদের একাংশের মতে, প্রতিদিন এই ধরণের দেরি হলে মেট্রোর উপর ভরসা রাখা মুশকিল হয়ে যাবে। কর্তৃপক্ষের তরফে অবশ্য এখনও এই বিভ্রাট নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন আরও খবর: 

Read More

Latest News