Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিনোদনদুর্গা শ্বেতা,পার্বতী ইধিকা, মহিষাসুর রুবেল, ছোট পর্দায় মহালয়ার চমক!

দুর্গা শ্বেতা,পার্বতী ইধিকা, মহিষাসুর রুবেল, ছোট পর্দায় মহালয়ার চমক!

কলকাতা: মহালয়ার ভোর দুর্গাপুজোর আগমন বার্তা বয়ে আনে। মহিষাসুরমর্দিনী ছাড়া মহালয়ার ভোর অসম্পূর্ণ থেকে যায়। কোন চ্যানেলে প্রভাতী অনুষ্ঠানে কে দুর্গার অভিনয় করবে কিংবা কেই বা করবে অসুরের অভিনয় তা নিয়ে ছোট পর্দার দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ নেই!

আরও পড়ুন:পুজোর সময় কলকাতাতেই থাকতে ভালোবাসেন জয়া এহসান, এবছর কি প্ল্যান!

এবছর জি বাংলা নিয়ে আসছে তাদের মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘জাগো মা জাগো দুর্গা’। আগামী একুশে সেপ্টেম্বর ভোর পাঁচটায় দেখা যাবে এই অনুষ্ঠান। দুর্গার সংহারকারী রূপ দেখা যাবে এই অনুষ্ঠানে। অজ্ঞতার অন্ধকার দূর করে দমনপীড়িত নারীদের পাশে থাকবে দেবী দুর্গা।
দেবী দুর্গা রূপে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। পার্বতী রূপে দেখা যাবে ইধিকা পালকে। আর মহিষাসুর চরিত্রে দেখা যাবে রুবেলকে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News