নদীয়া: দুর্গাপুজো (Durga Puja) সামনে। উৎসবের মরশুমে সবাই কেনাকাটায় মেতে উঠলেও দুঃস্থ ও দরিদ্র মানুষদের সেই সুযোগ হয় না। আর তাদের মুখে হাসি ফোটাতেই অভিনব উদ্যোগ নিল রানাঘাট লায়ন্স ক্লাব ওয়েস্ট (District News)।
রবিবার রানাঘাট লালগোপাল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বসেছিল একদিনের জন্য বিকল্প বাজার। এখানে দরিদ্র মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছিল ছাপানো নকল টাকা। প্রত্যেকে পেতেন ৬০০ টাকা, যা দিয়ে তাঁরা ওই বাজার থেকেই নিজেদের পছন্দমতো সামগ্রী কিনতে পারতেন।
আরও পড়ুন: ঘুড়ি বিক্রি কম, মোবাইলে বুদ প্রজন্ম, মাথায় হাত ঘুড়ি বিক্রেতাদের
শাড়ি, ধুতি থেকে শুরু করে হাতা-খুন্তি, বাজারে সাজানো ছিল নানা জিনিস। কেউ নতুন জামা নিলেন, কেউ আবার গৃহস্থালির জিনিসপত্র বেছে নিলেন। কারও হাতে নতুন শাড়ি, কারও হাতে উৎসবের জন্য নতুন পোশা, বৃষ্টি ভেজা রবিবারে এমন দৃশ্যে ভরে উঠেছিল স্কুল চত্বর।
দরিদ্রদের উৎসবের আনন্দে শরিক করার এই উদ্যোগে খুশির ঝলক ধরা পড়ে তাঁদের চোখেমুখে। দুর্গাপুজোর আগে এমন বিকল্প বাজার তাঁদের জন্য যে কত বড় উপহার, তা মুখের হাসিই বলে দিল।
দেখুন আরও খবর: