ওয়েব ডেস্ক: মধ্যরাতে বলিউড অভিনেত্রী দিশা পাটানি( Disha Patani) বরেলির বাড়িতে( Bareilly residence) ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালানকে(Firing incident) কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ। গত ১২ সেপ্টেম্বর ঘটে যাওয়া এই ঘটনার দায় স্বীকার করে অভিনেত্রী পরিবারকে ফের ভয় দেখিয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার(Gangster Goldy Brar)।
আরও পড়ুন:পুজোয় অন্তরা চৌধুরীর ট্রাভেল সঙ
দিশা পাটানির দিদি খুশবু পাটানির(Khushboo Patani) বিরুদ্ধে হিন্দু ধর্ম গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্য মহারাজকে অসম্মানের অভিযোগ তুলেছে তারা। খুশবু না কি কটু ভাষায় সাধুদের অপমান করেছিলেন।
তবে যে কেবলমাত্র ভয় দেখানোই এবং সাবধান করে দেওয়াই ছিল নাকি গুলি চালানোর উদ্দেশ্য! আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিশা পাটানির বাবাকে ফোন করে খোঁজ নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ( Uttar Pradesh Chief Minister Yogi Adityanath )।
দিশার বাবা জগদীশ সিং পাটানি( Disha’s father, Jagdish Singh) জানিয়েছেন যে গুলি চালানোর ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। বাড়ি লক্ষ্য করে ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয় সেই দিন। বাড়ির মধ্যে পোশাক কুকুর ডাকছে বলে তিনি সতর্ক হয়ে যান তাই বাইরে বের হন নি। তা না হলে গুলি তার গায়ে লাগতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিশার বাবা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে ফোন করে খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয় দিশা পাটানির পরিবারকে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
অভিনেত্রীর বাবা আরো জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে ফোন করেন। ঘটনার জন্য শোক প্রকাশ করে পরিবারের সকলের খোঁজ-খবর নেন উনি। পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি।
দিশা পাটানির বাবা আরো বলেন যে তার মতে খুশবুর নাম এই ঘটনায় অযথা জড়ানো হচ্ছে। তাদের গোটা পরিবার সনাতনী ও সবাই হিন্দুধর্মের শ্রদ্ধা করেন। খুশবুর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অকারণে আমাদের মেয়েকে বিতর্কে জড়ানো হচ্ছে।
পুলিশ অভিযুক্তদের ধরার চেষ্টা করছে বুলেটগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেগুলি এ দেশের নয়, বিদেশ থেকে আনা।