Thursday, September 18, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollপাইক্রফট পাক বোর্ডের কাছে ক্ষমা চাননি, জানাল ICC
ICC

পাইক্রফট পাক বোর্ডের কাছে ক্ষমা চাননি, জানাল ICC

পাকিস্তান আরও প্রমাণ না দিলে পাইক্রফটের বিরুদ্ধে তদন্ত নয়! জানাল ICC

ওয়েব ডেস্ক : নাটকের শেষ নেই এশিয়া কাপে (Asia Cup)। ভারত ও পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) বহিস্কারের দাবি তুলেছিল পাক বোর্ড (PCB)। তা নিয়ে আইসিসিকে ইমেল করে অভিযোগ জানানো হয়েছিল। তবে আইসিসি (ICC) পাইক্রফটের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেয়নি। বরং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সূত্রে খবর, পাইক্রফটের বিরুদ্ধে তদন্ত হবে কিনা, তা নির্ভর করবে পাক বোর্ড তাঁকে নিয়ে নতুন কী তথ্য দেয়, তার উপর।

রবিবার ভারত-পাকিস্তান (India-Pakistan Match) হাইভোল্টেজ ম্যাচ শেষে সলমন আলি আঘাদের সঙ্গে হাত মেলাননি সূর্য কুমার যাদবরা। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তার পরেই সাংবাদিক সম্মেলনে, ভারতের অধিনায়ক বলেছিলেন, তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে শুধু খেলতে নেমেছিলেন। যার পরে অপমানে এশীয় ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতের নামে অভিযোগ করে পাক বোর্ড (PCB)। এর পাশাপাশি ওই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) অপসারণ চেয়ে আইসিসি-কে ই-মেলও পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, টসের সময় তিনি পাকিস্তানের অধিনায়ককে বলেছিলেন ভারতের সঙ্গে করমর্দন না করতে।

আরও খবর : বয়কটের হুমকির পর ফের মাঠের দিকে রওনা দিল পাক ক্রিকেটাররা!

আর ম্যাচ রেফারির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা সংযুক্ত আরব আমির শাহির (UAE) সঙ্গে ম্যাচ না খেলার কথাও জানিয়েছিল। বুধবার একটা সময় শোনা গিয়েছিল, UAE-এর বিরুদ্ধে ম্যাচ বাতিল করছে পাকিস্তান। কিন্তু পরে জানা যায়, তারা আবার ম্যাচ খেলতে রাজি হয়েছে। পাক বোর্ডের এমন নাটকের কারণে বুধবার এশিয়া কাপের ম্যাচ এক ঘন্টা দেরিতে শুরু হয়। অন্যদিকে পাক বোর্ডের তরফে দাবি করা হয়েছে, পাইক্রফট নাকি তাদের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

কিন্তু আইসিসি (ICC) সূত্রে খবর, পাইক্রফট পাকিস্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি শুধুমাত্র মিটিয়েছেন। তিনি কোনও ক্ষমা চাননি। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও রকমের নিয়ম ভাঙার প্রমাণ মেলেনি বলেও সূত্রের খবর। পাশাপাশি পাইক্রফটের বিরুদ্ধে তদন্ত করতে হলে, পাক বোর্ড তাঁর বিরুদ্ধে নতুন কী তথ্যপ্রমাণ দিতে পারে তার উপর নির্ভর করবে গোটা বিষয়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News